ছিটকে গেলেন পাথিরানা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন মাথিশা পাথিরানা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুটি উইকেট পেলেও নিজের বোলিং কোটা পূরণ করতে পারেননি এই পেসার।
জানা গেছে বাঁ পায়ের গ্রেড ওয়ানের ইনজুরিতে পড়েছেন তিনি। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে একটি উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন তিনি। ৪ ওভারে খরচা করেছিলেন ৫৬ রান।

বোলিং করতে এসে যেন ওয়াইড নো এর ফুলঝুরি নিয়ে বসেছিলেন তিনি। পাথিরানা ছিটকে গেলেও তার বিকল্প এখনও ঘোষণা করেনি শ্রীলঙ্কা। সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ লড়াই হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার।
সিরিজের প্রথম ম্যাচে ৩ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি জয়ের নজির থাকলেও সিরিজ জেতা হয়নি লঙ্কানদের বিপক্ষে। এবার সেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে টাইগাররা। বিশেষ করে ব্যাটারদের ফর্ম বাংলাদেশকে বড় স্বপ্ন দেখাচ্ছে।