promotional_ad

জিম্বাবুয়ে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন মাসাকাদজা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ সালে অবসর নেয়ার পরপরই জিম্বাবুয়ের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন দেশটির সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এবার এই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। মূলত জাতীয় দলের টানা ব্যর্থতায় দায়িত্ব ছাড়লেন তিনি।


এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। সেই ব্যর্থতার কারণেই এই পদ থেকে সরে দাঁড়ালেন মাসাকাদজা। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।


promotional_ad

গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ব্যর্থ হয়েছিল জিম্বাবুয়ে। নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই হারে দলটি। পরে উগান্ডার কাছেও হেরে যায় তারা। শেষ পর্যন্ত আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি তারা।


চার মাসের ব্যবধানে দ্বিতীয়বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারার হতাশ হন মাসাকাদজা। এর আগে ভারতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে দারুণ খেললেও নেট রানরেটে বাদ পড়েছিল তারা।


পদত্যাগপত্রে মাসাকাদজা লিখেন, ‘আমাদের ক্রিকেট ও আমার দায়িত্বের সাফল্য এবং ব্যর্থতা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমার দায়িত্বকালে অনেক উন্নতি আছে। তবে উগান্ডার কাছে অপ্রত্যাশিত হারের পর আমরাই একমাত্র পূর্ণ সদস্য, যারা পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না, সে ব্যাপারটি থেকেই যায়। আমার ক্যারিয়ারে এটি সবচেয়ে বাজে মুহূর্ত, ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আমি এর পূর্ণ দায় নিচ্ছি।’


মাসাকাদজার দায়িত্ব পালনে সফলতার গল্পও আছে। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ফোরে উঠেছিল দলটি। তার অধীনে ন্যাশনাল প্রিমিয়ার লিগ, জিম আফ্রো টি-টেন লিগের পাশাপাশি মেয়েদের আঞ্চলিক টুর্নামেন্ট, ৫০ ও ২০ ওভারের কাপ চালু হয়েছে জিম্বাবুয়েতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball