এখন আমরা টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারি: পাপন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
লম্বা সময় ধরে ওয়ানডেতে ভালো খেলছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে এখনও পায়ের তলায় শক্ত মাটি খুঁজে পায়নি টাইগাররা। প্রায় প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল তলানিতে। অবশ্য গত এক বছরে এই ফরম্যাটেও দারুণ উন্নতি করেছে বাংলাদেশ।
২০২৩ সাল থেকে টি-টোয়েন্টিতে এখনও কোনো সিরিজ হারেনি টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচেই ৩ রানে হেরেছিল টাইগাররা। অবশ্য পরের ম্যাচটি ৮ উইকেটে জিতে নিয়ে লঙ্কানদের বিপক্ষেও নিজদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশ।

শেষ ম্যাচে জিততে পারলে এই সিরিজটিও নিজেদের করে নেমে টাইগাররা। এমন পারফরম্যান্স দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন মনে করেন টাইগাররা এখন টি-টোয়েন্টিতেও ভালো দল।
সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারব। তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই—এরপরেও ওরা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’
কদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। এবারের মৌসুমে বেশ প্রশংসা কুড়িয়েছে টুর্নামেন্টটি। গুঞ্জন আছে আগামী আসরে বাড়তে পারে আরও বেশ কয়েকটি দল। পাপন জানিয়েছেন দল বাড়বে কিনা তা নিয়ে নিশ্চিত নন তিনি। দল যোগ করার আগে এর সক্ষমতা যাচাই করতে হবে। কারণ দল বাড়লে টুর্নামেন্ট আয়োজনের খরচও বেড়ে যাবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না বলা মুশকিল। আমাদের আসলে সক্ষমতাও দেখতে হবে। যদি ফ্র্যাঞ্চাইজি যোগ হয়, খরচ অনেক বেড়ে যাবে। আমরা এই সময় না করে টাইম স্লটটা যদি এদিক-সেদিক করতে পারতাম, তাহলে আমরা অনেক ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নাই।’