promotional_ad

পাকিস্তানের প্রধান কোচ হচ্ছেন ওয়াটসন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মইন খান টিম ডিরেক্টরের দায়িত্ব নেয়ার পর কোয়েটা গ্লাডিয়েটর্সের প্রধান কোচ করা হয় শেন ওয়াটসনকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করতে এসে দুয়ার খুলছে জাতীয় দলে কোচ হওয়ারও। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, পাকিস্তানের প্রধান কোচ হতে যাচ্ছেন ওয়াটসন।


২০২০ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন ওয়াটসন। এরপর কোচিং পেশায় জড়িত হয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে দুবার বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার। ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। মেজর লিগ ক্রিকেটেও (এমএলএস) কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।


গত বছর প্রথমবারের মতো হওয়া মেজর লিগ ক্রিকেটে ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচ ছিলেন তিনি। এরপর পিএসএলের দল কোয়েটার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। যেখানে মইনের স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। তার অধীনে সময়টা ভালোই যাচ্ছে কোয়েটার।


promotional_ad

এখন পর্যন্ত সাত ম্যাচের চারটিতে জয় পেয়েছে দলটি। দুটি হারলেও অন্য আরেকটা ম্যাচে ফলাফল হয়নি। যার ফলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে কোয়েটা। এমন পারফরম্যান্সের পর পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হওয়ার সুযোগ তৈরি হয়েছে তার সামনে। সামা টিভি জানিয়েছে, ওয়াটসনকে প্রস্তাব দেয়ার কথা ভাবছে পিসিবি।


যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রধান মহসিন রাজা নাকভি। গুঞ্জন আছে পিএসএলের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকতে পারেন ওয়াটসন। এদিকে পাক প্যাশন জানাচ্ছে, অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের পাশাপাশি নাম এসেছে আরও দুজনের। যেখানে ড্যারেন স্যামির সঙ্গে আছেন মাইক হেসনও।


তারা দুজনও এবারের পিএসএলে কোচ হিসেবে কাজ করছেন। যেখানে মেন্টর হিসেবে দেখা যেতে পারে ভিভ রিচার্ডসকে। সেই সঙ্গে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি, বিদেশি কোচদের সঙ্গে রাখা হতে পারে স্থানীয় কোচদেরও। মোহাম্মদ হাফিজের চাকরি যাওয়ার পর থেকেই কোচহীন হয়ে আছেন বাবর আজমরা।


এপ্রিলে হতে যাওয়া নিউজিল্যান্ডের সিরিজের আগেই কোচ নিয়োগ দিতে মরিয়া পিসিবি। যেখানে ভাবনায় আনা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপও। কারণ চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেখানে দল হিসেবে ভালো করানোর বড় চ্যালেঞ্জ থাকবে নতুন কোচিং স্টাফের।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball