promotional_ad

ঘরোয়াতে রিশাদের আরও বেশি সুযোগ চান শান্ত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বয়সভিত্তিক দল থেকেই রিশাদ হোসেনের ওপর নজর রাখছেন নির্বাচকরা। বিভিন্ন সময়ে খেলানো হয়েছে বাংলাদেশ ‘এ’ দল কিংবা এইচপিতেও। তবে ঘরোয়া ক্রিকেটে সেভাবে সুযোগ মেলে না রিশাদের। যদিও অভিষেকের পর থেকে বাংলাদেশের জার্সিতে ভালো করছেন তরুণ এই লেগ স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে আরও ভালো করতে ঘরোয়াতে রিশাদের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ চান নাজমুল হোসেন শান্ত।


২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় রিশাদের। যদিও ঘরোয়াতে তরুণ এই লেগ স্পিনারের টি-টোয়েন্টি অভিষেক হয় ২০১৯ সালে। বিপিএলের বাইরে আলাদা কোন টি-টোয়েন্টি টুর্নামেন্ট না থাকায় অনুমেয়ভাবেই খুব বেশি ২০ ওভারের ক্রিকেট খেলতে পারেননি। এদিকে ২০২২ সালের মার্চে লিস্ট ‘এ’ ক্রিকেট অভিষেক হয় তার।


দুই বছরে এই সংস্করণে খেলতে পেরেছেন মাত্র ৫ ম্যাচ। রিশাদের প্রথম শ্রেণির ক্রিকেট অভিষেক হয়েছে ২০১৮ সালে। সবশেষ সাড়ে ৫ বছরে ডানহাতি এই লেগ স্পিনার ম্যাচ পেয়েছেন মাত্র ১৯টি। রিশাদ যে ঘরোয়াতে সেভাবে সুযোগ পান না সেটার আরও একটি প্রমাণ সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তিনি।


promotional_ad

যেখানে কুমিল্লা ১৪ ম্যাচ খেললেও রিশাদ সুযোগ পেয়েছিলেন মাত্র চারটি ম্যাচে। যেখানে ছয়টি উইকেটও নিয়েছেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২২ রানে ৪ উইকেটও শিকার করে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন রিশাদ। তরুণ এই লেগ স্পিনারের চেয়ে কম ইকনোমি রেটে বোলিং করেছেন কুমিল্লার কেবল চারজন বোলার। আর তার চেয়ে কম গড়ে উইকেট নিয়েছেন কেবল আমের জামাল।


এমন পারফরম্যান্সের পরও নিয়মিত সুযোগ পাননি রিশাদ। শান্ত নিজেও বুঝতে পারছেন না ঘরোয়াতে দলগুলো কেন ডানহাতি এই লেগ স্পিনারকে খেলায় না। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় ওর জন্য খুব কঠিন। ঘরোয়াতে খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায় না।দুর্ভাগ্যজনকভাবে দল তাকে খেলায় না। কেন খেলায় না, সেটা জানা নাই। কিন্তু আন্তর্জাতিক যে কয়টা ম্যাচ খেলেছ খুব ভালো খেলেছে। যেকেোনো কন্ডিশনে, যেকোনো দেলর বিপক্ষে যেকোনো সিচুয়েশনে খুব ভালো বোলিং করেছে।’


শান্ত বিশ্বাস করেন, ঘরোয়াতে আরও একটু বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেট আরও ভালো করতে পারবেন রিশাদ। তিনি বলেন, ‘ওর জন্য কঠিন। তবে ও নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করেছে। ওকে যে পরিকল্পনা দেয়া হয় সেটা ও পালন করার চেষ্টা করে। ঘরোয়া ক্রিকেটে ও যদি আরেকটু বেশি ম্যাচ খেলার সুযোগ পায় তাহলে আন্তর্জাতিকে আরও ভালো করতে পারবে।’


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই খেলেছেন রিশাদ। যেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ২০৬ রানের পুঁজি গড়লেও রিশাদ দিয়েছিলেন ৩২ রান। সেই সঙ্গে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি করা কুশল মেন্ডিসের উইকেট। পরের ম্যাচে উইকেট না পেলেও ৩ ওভার দিয়েছেন মাত্র ২১ রান। তিন ওভার বোলিং করেছেন এমন বোলারদের মাঝে তার চেয়ে কম ইকনোমি রেটে বোলিং করেছেন কেবল শরিফুল ইসলাম।


ম্যাচ শেষে তাই রিশাদের প্রশংসা করলেন বাংলাদেশের অধিনায়ক। শান্ত বলেন, ‘অবশ্যই উন্নতি তো হয়েছেই। ওর লেন্থটা খুব ভালো হয়েছে আগের থেকে। ধারাবাহিকভাবে একটা জায়গায় বল করতে পারে। ও যেভাবে বোলিং করছে এটা কন্টিনিউ করতে পারলে সামনে আরও ভালো করতে পারবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball