promotional_ad

পিছিয়ে গেল ডিপিএল শুরুর দিনক্ষণ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের পাওয়ার জন্য পিছিয়ে যেতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর দিনক্ষণ! এমন গুঞ্জন ছিল আগে থেকেই। অবশেষে সেটিই সত্যি হলো। ৯ মার্চ থেকে ডিপিএলের এবারের আসরের পর্দা ওঠার কথা থাকলেও টুর্নামেন্ট শুরু হবে ১১ মার্চ থেকে। প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে সিসিডিএম।


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পরই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে নেমে পড়েছে বাংলাদেশ। প্রথম দুটি টি-টোয়েন্টিও শেষ হয়েছে ইতোমধ্যে। একটি করে জয় পাওয়ায় সবশেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। ৯ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।


promotional_ad

একই দিনে ঢাকায় মাঠে গড়ানোর কথা ছিল ডিপিএলের প্রথম রাউন্ডের তিন ম্যাচ। যদিও আপাতত সেটি হচ্ছে না। টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ক্রিকেটারদের ডিপিএলের প্রথম রাউন্ড থেকে পেতে সূচিতে পরিবর্তন এনেছে সিসিডিম। ৯ মার্চের পরিবর্তে দুদিন পিছিয়ে ১১ মার্চ থেকে শুরু করা হচ্ছে এবারের ডিপিএল।


ঢাকার ঐহিত্যবাহী এই টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডের সূচিও প্রকাশ করেছে সিসিডিম। দেশের চারটি ভেন্যুতে হবে এবারের টুর্নামেন্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে থাকছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন এবং চার নম্বর গ্রাউন্ড।


একটা সময় ওয়াসিম আকরাম, সানাথ জয়াসুরিয়ারা খেলে গেলেও ডলার সংকটের কারণে ডিপিএলের এবারের মৌসুমে থাকছে না কোন বিদেশি ক্রিকেটার। সিসিডিএমের পক্ষ থেকে যদিও জানানো হয়, স্থানীয় ক্রিকেটারদের বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।


১২ দলের ডিপিএলের প্রথম দিনেই মাঠে নামছে ছয় দল। মিরপুর স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। একই দিনে ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলতে নামবে গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমি। দিনের তৃতীয় খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।


বাকি ছয় দল খেলতে নামবে ১২ মার্চ। যেখানে মিরপুরে লেজেন্ডস অব রূপগঞ্জ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। বাকি দুই ম্যাচ হবে বিকেএসপির দুই মাঠে। তিন নম্বর গ্রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স। আরেক ম্যাচে চার নম্বর গ্রাউন্ডে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সিটি ক্লাব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball