promotional_ad

বেয়ারস্টোর শততম টেস্টে ফিরলেন উড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে ভারত সিরিজটা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জনি বেয়ারস্টোর। শঙ্কা ছিল ভারতের মাটিতে নিজের শততম টেস্ট ম্যাচটা খেলতে পারবেন কিনা। সব শঙ্কা উড়িয়ে ধর্মশালায় সিরিজের শেষ টেস্টের দলে জায়গা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।


বুধবার ধর্মশালা টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে একটি মাত্র পরিবর্তন এনেছে তারা। অলি রবিনসনের বদলে ফিরেছেন দলটির অভিজ্ঞ পেসার মার্ক উড। এবারের ইংল্যান্ড সফরটা দুঃস্বপ্নের মতো কাটছে ইংলিশদের।


ভারতের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু পরের তিন টেস্টে টানা হারের ফলে সিরিজ হাতছাড়া হয় যায় দলটির। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারের অন্যতম কারণ ব্যাটারদের ব্যর্থতা। বিশেষ করে মিডল অর্ডারের ব্যাটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।


promotional_ad

যেখানে সবথেকে বেশি হতাশ করেছেন বেয়ারস্টো। এখন পর্যন্ত চলতি সিরিজে ৮ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২১.২৫ গড়ে মোটে ১৭০ রান। নেই কোনো হাফ সেঞ্চুরি। ফলে ধর্মশালা টেস্টে তার একাদশে থাকা নিয়েও হচ্ছিলো আলোচনা-সমালোচনা। তবে দলের অভিজ্ঞ ক্রিকেটারের ওপর আস্থা রেখেছে ইংলিশরা।


এদিকে সিরিজের চতুর্থ টেস্টে ডাক পাওয়া রবিনসন বাদ পরেছেন এই ম্যাচ থেকে। রাঁচি টেস্টে বল হাতে ব্যর্থ ছিলেন তরুণ এই পেসার। প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়ার পর, দ্বিতীয় ইনিংসে তার হাতে বলই তুলে দেননি বেন স্টোকস। যদিও ব্যাট হাতে ৫৮ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। তার বদলে ডাকা হয়েছে উডকে।


সিরিজের প্রথম টেস্টেও একাদশে ছিলেন উড। দল জিতলেও সেই ম্যাচে বল হাতে কোনো উইকেট তুলতে পারেননি তিনি। এরপর খেলেছিলেন তৃতীয় ম্যাচে। রাজকোটে অবশ্য প্রথম ইনিংসেই চার উইকেট পকেটে পুরেছিলেন তিনি। এরপর ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই চতুর্থ টেস্টে তাকে বিশ্রামে রেখেছিল দলটি।


ইংল্যান্ডের দল:


জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোক্স, শোয়েব বশির, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball