promotional_ad

আফিফকে ওয়ানডে দলে না দেখে বিস্মিত সুজন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে নেই আফিফ হোসেন। মিডল অর্ডারে আফিফের মতো একজন ব্যাটার না থাকায় অবাক হয়েছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালকের মতে, আফিফের মতো ক্রিকেটাররা অফ-ফর্মে থাকলেও তাদের দলের সঙ্গেই রাখা উচিত।


গত বছর নিউজিল্যান্ড সফরে শেষবারের মতো ওয়ানডে খেলেন আফিফ। সেই সফরে খেলা একমাত্র ওয়ানডেতে ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এমন ইনিংসের পরও শ্রীলঙ্কা সিরিজে তার বাদ পড়ার কারণ খুঁজে পাননি সুজন।


promotional_ad

বুধবার সুজন বলেন, 'আমি আবাহনীর কোচ হয়ে একটা কথা বলতে পারি, যেহেতু আমি আফিফকে অনেকদিন ধরে দেখছি, আমি খুবই বিস্মিত যে ও ওয়ানডে দলে নেই। শেষ ওয়ানডেতেও সে রান করেছে, ৩৯ (৩৮)। কেন ও নাই এই কারণটা জানি না। ছেলেটা কঠোর পরিশ্রম করে, নিবেদিত একজন ক্রিকেটার। লড়াই করতে জানি। খুবই ভালো ফিল্ডার। তার জায়গায় যাকে নিয়েছে সেখানে অবশ্যই নির্বাচকরা চিন্তা করে নিয়েছে। আমার কিছু বলার নাই।'


নিউজিল্যান্ড সফরের সেই ইনিংসটির আগের দশ ইনিংসে অবশ্য সেভাবে কিছুই করতে পারেননি আফিফ। সেই দশটি ইনিংসে দুই অঙ্ক ছোঁয়া ইনিংস খেলেন কেবল তিনটি। সর্বোচ্চ রান ২৩। মোট ১১ ইনিংস আগে একটি হাফ সেঞ্চুরি আছে তার, সেটি ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ে সফরে (৮১ বলে অপরাজিত ৮৫)।


সুজন আরও বলেন, 'আমার মতামত যদি বলতে হয় আফিফ বাংলাদেশের ম্যাচ জেতানো ক্রিকেটার। অনেক ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে। আমরা যেন এই ছেলেদের অবহেলা না করি। এটাই সবচেয়ে বড়। কারণে এরাই বাংলাদেশকে জেতাবে। এরকম একটা ইয়াং স্টার... আর এখন তো আফিফ অভিজ্ঞ। এমন না যে পারছে না বা ছোটো। ভালো-খারাপ দিন আসবে। আমার মনে হয়ে দূরে না ঠেলে দিয়ে ওকে দলের সঙ্গে রাখাই ভালো।'


এদিকে গুঞ্জন আছে বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সুসম্পর্ক না থাকায় দল থেকে ব্রাত্য আফিফ। যদিও এমন গুঞ্জনে বিশ্বাসী নন সুজন। গতবারের মতো আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আফিফকে চার-পাঁচে খেলানোর পরিকল্পনা করছেন আবাহনীর এই হেড কোচ।


সুজন আরও বলেন, 'আফিফ উপরে ব্যাটিং করতে পারে এটা সবসময় সবাই জানে। আমিও চেষ্টা করি আবাহনীতে ওকে চার-পাঁচে ব্যাটিং করাতে যখন আমি পারি। সবসময় সুযোগ হয় না। গত বছর সে চার নম্বরে ব্যাটিং করেছে। দারুণ খেলেছে। প্রিমিয়ার লিগে সবসময় কঠিন ক্রিকেট হয়। সেখানে সে রান করেছে। হ্যাঁ, সে চায় স্বাধীনতা নিয়ে খেলতে। হাথুরুর সাথে কি আছে আমি বলতে পারব না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball