promotional_ad

দ্য হান্ড্রেডের ড্রাফটে সাকিব-জাহানারা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের ড্রাফট। এরই মধ্যে ২২ দেশের ৮৯০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন। এই তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, জাকের আলীসহ ১৫ বাংলাদেশি ক্রিকেটার। নারী হানড্রের ড্রাফটে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন জাহানারা আলম।


ছেলেদের টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দল ১০ জন করে ক্রিকেটার রিটেইন করতে পারবে। নারী টুর্নামেন্টের দলগুলো ৮জন করে রিটেইন করতে পারবে। এরই মধ্যে রিটেইন তালিকা জমা দেয়ার দিনক্ষণ শেষ হয়েছে। দলগুলো ১৩৭জন ক্রিকেটার রিটেইন করেছে। ৭৫টি জায়গা খালি রয়েছে। 


promotional_ad

প্রতিটি দলের স্কোয়াড হতে পারবে ১৬ জনের। টুর্নামেন্টের আগে ওয়াল্ড কার্ড ড্রাফটের মাধ্যমেও ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটে থাকা ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ডেভিড মালান, অলি পোপ ও জেসন রয়।


এ ছাড়া ভারতের জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষও ড্রাফটে নাম দিয়েছেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, সুজি বেটস, টিম সাউদি ও রাচিন রবীন্দ্র রয়েছেন ড্রাফটের তালিকায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন টিম ডেভিড ও ম্যাথু ওয়েড।


পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শাদাব খান ও ফাতিমা সানা। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, শামার জোসেফরাও রয়েছেন ড্রাফটে। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, সাউথ আফ্রিকার লুঙ্গি এনগিদি ও আফগানিস্তানের মুজিব উর রহমানদের ওপরও ড্রাফটে চোখ থাকবে সবার।


ড্রাফটের তালিকায় সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে সাতজন বিদেশি ক্রিকেটার রয়েছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখের তালিকায় আছেন নয়জন। ড্রাফটে তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ৪ লাখ টাকা) তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball