ওয়াগনারকে অবসর নিতে বাধ্য করা হয়েছে, দাবি টেইলরের

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
গত সপ্তাহে হুট করেই প্রধান কোচ গ্যারি স্টেডকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে আচমকা অবসরের ঘোষণা দেন নিল ওয়াগনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের সিরিজের প্রথম ম্যাচে একাদশে থাকবেন না এমন কথা জানার পর অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
অবশ্য তার এক সময়ের সতীর্থ রস টেইলর মনে করেন জোর করে অবসর নিতে বাধ্য করা হয়েছে বাঁহাতি এই পেসারকে। টেইলর মনে করেন ওয়াগনারের অবসর নেয়ার ইচ্ছে থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই নিতে পারতেন। কারণ এই সিরিজে খেলার জন্য তিনি তৈরিও ছিলেন।
এ প্রসঙ্গে টেইলর বলেন, 'আমার মনে হয়, এখন সবকিছু খানিকটা বোঝা যাচ্ছে। এখন আর এখানে কোনো আড়াল নেই; আমার কাছে মনে হয় অবসরের জন্য তাকে (ওয়্যাগনার) বাধ্য করা হয়েছে। ওয়াগনারের সংবাদ সম্মেলন যদি শোনেন, সে অবসরের ঘোষণা দিয়েছে, কিন্তু সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের পর। সিরিজটির জন্য নিজেকে সে প্রস্তুত রেখেছিল।'

অবসরের সিদ্ধান্তের পর ওয়ালিংটন টেস্টের দল থেকেও ছেড়ে দেয়া হয়েছিল ওয়াগনারকে। যদিও উইলিয়াম ও'রুর্কির ইনজুরির পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে ওয়াগনারকে ডাকা হতে পারে বলে জোর গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত অভিষেকের অপেক্ষায় থাকা বেন সিয়ার্সকে দলে নিয়েছে তারা।
ও'রুর্কিত পরিবর্তে ওয়াগনারকে দলে নিয়ে বিদায়ী টেস্ট খেলার সুযোগ না দেয়ায়ও সমালোচনা করেছেন টেইলর। টেইলর মনে করেন বাঁচা মরার লড়াইয়ে ওয়াগনার থাকলে ভালো হতো নিউজিল্যান্ডের জন্য। এই পেসার না থাকায় অস্ট্রেলিয়ার ব্যাটাররা শান্তিতে ঘুমাচ্ছে।
তিনি বলেন, 'এরপরও তাকে নির্বাচন করা হয়নি… আমি মনে করি, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা দরকার, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এই একটি টেস্ট জিততেই হবে এমন পরিস্থিতির। নিল ওয়াগনারকে ছাড়া আমি অন্য কাউকে এই ম্যাচের দলে চাইব না। আর আমি নিশ্চিত যে, সে দলে না থাকায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে।'