promotional_ad

পিছিয়ে গেল প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কথা ছিল, আগামী ৯ মার্চ শুরু হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। যদিও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। নতুন সূচি অনুযায়ী আগামী ১১ মার্চ শুরু হবে ২০২৪ সালের ঢাকা প্রিমিয়ার লিগ। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। যদিও ঠিক কী কারণে আসরটি পেছানো হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।


লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর অন্যান্য দেশের ক্রিকেটারদের কাছেও ডিপিএল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের অনেক ক্রিকেটারকেই প্রতি বছর প্রিমিয়ার লিগে খেলতে দেখা যায়। যদিও আসন্ন এই ডিপিএলে খেলা হচ্ছে না বিদেশি ক্রিকেটারদের।


promotional_ad

ইতোপূর্বে বাংলাদেশের এই লিগে খেলে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারই আলোচনায় এসেছেন। এমনকি পাকিস্তান, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেটাররাও এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের শানিত করে নিতে দেখা গেছে। যদিও এবার আর সেই সুযোগ থাকছে না।


একটা সময়ে ডিপিএল খেলা হতো চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে। সেখান থেকে কমিয়ে দু’জন করা হয়। কয়েক বছর আগেই বিদেশি কোটা নামিয়ে আনা হয় মাত্র একজনে। এবার সেটা শূন্যের কোঠায় চলে গেল। এটা অবশ্য বছরের শুরুতেই জানিয়ে দেয় সিসিডিএম।


এদিকে ডিপিএলকে সামনে রেখে গত ২৮-২৯ ফেব্রুয়ারি দল বদল করে নিয়েছে ক্রিকেটাররা। আসন্ন এই আসরটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে চারটি। ভেন্যুগুলো হচ্ছে বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball