ল্যাবুশেনের অফ-ফর্মে চিন্তিত নন ম্যাকডোনাল্ড

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সাম্প্রতিক সময়টা অফ-ফর্মে পার করছেন মারনাস ল্যাবুশেন। বছরর শুরুটা টানা দুই হাফ সেঞ্চুরিতে শুরু করলেও এরপর আর সেই ধারা রাখতে পারেননি তিনি। যদিও এসব নিয়ে চিন্তিত নন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে টানা দুই হাফ সেঞ্চুরি দিয়ে বছর শুরু করেছিলেন ল্যাবুশেন। তারপর থেকেই খেই হারিয়ে ফেলেন ডানহাতি এই ব্যাটার। সবশেষ তিন ম্যাচে চেনা ছন্দে দেখা যায়নি তাকে।

ছয় ইনিংসে মাত্র একটিতে দুই অঙ্ক ছুঁতে পারেন ল্যাবুশেন, যা তার নামের পাশে খুবই বেমানান। দুই অঙ্ক ছোঁয়া ইনিংসটিতে ল্যাবুশেন করেন মাত্র ১০ রান! এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১ ও ২ রান করার পর তাকে নিয়ে প্রশ্ন ওঠে।
জবাবে ম্যাকডোনাল্ড বলেন, 'আমাদের দিক থেকে বড় কোনো চিন্তার বিষয় আছে বলে আমার মনে হয় না। আমরা চাই প্রথম ছয়-সাত ব্যাটসম্যান সম্মিলিতভাবে পারফর্ম করুক। সুতরাং বাকিরা যখন পারফর্ম করছে এবং আপনি ম্যাচ জিতছেন, তখন উদ্বেগের মাত্রা অনেক কম।'
অথচ বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে ৬০ এবং অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেছিলেন ল্যাবুশেন। তার আগে গত বছরের মাঝামাঝিতে অ্যাশেজের ম্যানচেস্টার টেস্টে একটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেন তিনি।
এসব টেনে ম্যাকডোনাল্ড আরও বলেন, 'আমরা সিডনি টেস্টের (পাকিস্তানের বিপক্ষে) দ্বিতীয় ইনিংসে দেখেছি, ম্যানচেস্টারে (গত বছরের অ্যাশেজে) দেখেছি, যেখানে তার রান করার তাড়না ছিল এবং বোলারদের ওপর চাপ ফিরিয়ে দিয়েছিল। মাঝেমধ্যে এমন খেলার পথে কন্ডিশন বাধা হয়ে দাঁড়ায়, আপনাকে এর সঙ্গে আরেকটু মানিয়ে নিতে হয়।'