যেন 'সার্কাস' চলছে, আইসিসির হস্তক্ষেপ চান হাথুরুসিংহে
.jpg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। সোমবার থেকে মাঠে গড়াচ্ছে প্লে অফ। এরই মধ্যে বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
এই টুর্নামেন্টের মান আর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অনেক সময় বিপিএলের খেলা সামনে এলে টিভিই অফ করে দেন বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে কিছু খেলোয়াড়ের মান নিয়ে তিনি অসন্তুষ্ট। এ কারণেই তিনি এমনটা করেন।
ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে লঙ্কান এই কোচ বলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতি করলেও বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বরাবরই বাংলাদেশকে দেখা যায় নড়বড়ে। টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানানসই ক্রিকেটার বের করে আনার একমাত্র মাধ্যম এই বিপিএল। এখানেও ঘাটতি দেখছেন হাথুরুসিংহে।
বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের প্রাধান্য দেয়া হবে এমন একটি টুর্নামেন্ট চান তিনি। হাথুরুসিংহে বলেন, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। যেমন সেরা তিনের মধ্যে ব্যাটিং করা...বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। তা না হলে এরা এসব কোথায় শিখবে? আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট।’
বিপিএলের সঙ্গে একই সময়ে শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি। এই টুর্নামেন্ট শেষে অনেকেই আবার যোগ দিয়েছেন বিপিএলে। আর কদিন আগে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে অনেক ক্রিকেটার আবার চলে গেছেন পাকিস্তানে খেলতে। এই জায়গায় আইসিসির হস্তক্ষেপ চান বাংলাদেশের প্রধান কোচ।
তিনি বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’
আরেকটি টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমার পরামর্শ হচ্ছে, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে সেটাই করে, সেরা কিছু খেলোয়াড় খেলছে না। কীভাবে আপনি প্রত্যাশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে। আমি একটা কঠিন যুদ্ধ করছি।’