promotional_ad

তানজিদ বাংলাদেশের বড় সম্পদ হতে যাচ্ছে: শেফার্ড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির সেরা চারে জায়গা করে নেয়ার পেছনে বড় অবদান রেখেছেন তানজিদ হাসান তামিম। ১১ ম্যাচে ৩৪.৭৩ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৩৮২ রান। এমন পারফরম্যান্সের পর সতীর্থ রোমারিও শেফার্ডের প্রশংসা পেয়েছেন তিনি।


শেফার্ডের চোখে কোনো তরুণের খেলা অন্যতম সেরা ইনিংসটি ছিল তানজিদের সেঞ্চুরি। খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র ৬৫ বলে ১১৬ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন এই ওপেনার। আর তাতে ভর করেই প্লে অফের টিকিট পায় চট্টগ্রাম। শেফার্ডের বিশ্বাস তানজিদ ভবিষ্যতে বাংলাদেশের অনেক বড় সম্পদ হবেন।


promotional_ad

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'এটা আমার দেখা পেশাদার ক্রিকেটে তরুণদের মধ্যে অন্যতম সেরা ইনিংস ছিল। আমার চোখে দেখা অন্যতম সেরা সেঞ্চুরি ছিল এটি। চাপের মুখে, হেরে গেলেই বাদ এমন পরিস্থিতিতে সে যেভাবে খেলেছে তাতে মনে হয়েছে তার হাতে যেন অনেক সময় ছিল। সে দারুণ খেলছে। বাংলাদেশের জন্য দারুণ একটি সম্পদ হতে যাচ্ছে সে কারণ সে তরুণ। সে শুধু ফিফটি করেই সন্তুষ্ট থাকে না আরও এগিয়ে যেতে চেয়েছে।'


এবারের বিপিএলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আলো ছড়িয়েছেন। এর মধ্যে বিশেষ করে বলতে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা জাকের আলী অনিক। দুর্দান্ত ঢাকা প্লে অফে জায়গা করে নিতে না পারলেও সর্বোচ্চ উইকেট শিকারি এখনও শরিফুল ইসলাম।


এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেই ব্যাটে-বলে পারফরম্যান্স করে আলোচনায় আছেন ফরচুন বরিশালের মোহাম্মদ সাইফউদ্দিনও। বিপিএলের এবারের আসরে তরুণদের পারফরম্যান্স নজর কেড়েছে শেফার্ডেরও। এই ক্যারিবীয় অলরাউন্ডার মনে করেন এটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই বেশ ইতিবাচক।


তিনি বলেন, 'এখানে অনেক তরুণ ক্রিকেটাররা উঠে আসছে। তারা বেশ ভালো খেলছে। বোলিং ব্যাটিং দুই বিভাগেই তারা দারুণ। যদি সবচেয়ে বেশি রান আর উইকেট সংগ্রাহকের দিকে তাকান তাহলে দেখবেন তরুণরাই আছে সেখানে। এটা যেকোনো তরুণের জন্যই ভালো ব্যাপার যে কোনো লিগে তারা শীর্ষে আছে। তরুণদের এটা চালিয়ে যেতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে, শিখে যেতে হবে। ভিন্ন ধরনের চিন্তা করতে হবে। ক্যামিও গুরুত্বপূর্ণ, দলের জন্য যেকোনো অবদানই গুরুত্বপূর্ণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball