তৃতীয় টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না ওয়ার্নারের, ফিরবেন আইপিএলে

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডর বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই ম্যাচ থেকে ছিটকে গেলেও আইপিএলে ফিরছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলার সময় পেশীতে বাজেভাবে টান পড়ে ওয়ার্নারের। মূলত এ কারণে সিরিজের তৃতীয় ম্যাচে খেলা হচ্ছে না তার। তবে সিএ'র প্রত্যাশা এই চোট কাটিয়ে ঠিকই আইপিএলে ফিরবেন তিনি।

সিএ বলেছে, 'সুস্থ হওয়ার জন্য ওয়ার্নারের একটু সময় লাগবে। আমরা আশা করছি, সেটা তার আইপিএল এবং তার পরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দেয়া নিয়ে কোনো সমস্যা করবে না।'
এই চোটের কারণে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও খেলা হয়নি ওয়ার্নারের। জানা গেছে, সুস্থ হতে ওয়ার্নারের আরও ৭ থেকে ১০ দিন সময় লাগবে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০ বলে ৩২ রান করেছিলেন এই ওপেনার।
দ্বিতীয় ম্যাচে তিনি না খেলায় ওপেন করেন স্টিভ স্মিথ। ৭ বলে ১০ রান আসে স্মিথের ব্যাটে। অস্ট্রেলিয়ার সিরিজ জিততে অবশ্য একটুও কষ্ট হয়নি। ট্রাভিস হেডের ২২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে সহজেই জিতে যায় দলটি।