'সৌম্য ৫ নম্বরে নেমেও ম্যাচ জেতাবে এটাই বিশ্বাস'

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১২ ম্যাচে ২৪.৫ গড়ে সৌম্য সরকার ব্যাট হাতে করেছেন মোট ২৪০ রান। ব্যাট হাতে তার সর্বোচ্চ ইনিংসটি ৭৫ রানের। পুরো টুর্নামেন্ট জুড়ে ১২৯.৭২ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। দলের কম্বিনেশনের কারণে ব্যাটিংয়ে স্থায়ী কোনো জায়গা ছিল না বাঁহাতি এই ব্যাটারের।
দলের প্রয়োজনে যেখানেই নেমেছেন নিজেকে উজাড় করে দিয়েছেন। এর ফলে ব্যাটিং অর্ডার সাজাতেও খুব একটা বেগ পেতে হচ্ছে না ফরচুন বরিশালকে। ৩,৪ ও ৫ নম্বরে ওদল বদল করে খেলানো হয়েছে তাকে। শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে বরিশাল।

এই জয়ের ফলে প্লে অফ নিশ্চিত করেছে দলটি। এদিন প্রথম বলেই দারুণ এক ছক্কা মেরে দলের জয়ের পথটা সহজ করে দিয়েছিলেন সৌম্য। ম্যাচ শেষে দলটির স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন তাদের দলের আস্থা রয়েছে সৌম্যর ওপর। এ কারণেই তাকে ভিন্ন ভিন্ন পজিশনে খেলানো হচ্ছে।
এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘বিশ্বাস না করলে তো একাদশের বাইরে থাকত। আর অবশ্যই বিশ্বাস করছে। কারণ সবাই জানে সৌম্য সরকার ৪-৫ এ যেখানেই নামুক দলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু একটা করবে। আমি শুধু তাকে তিন নাম্বারে খেলাব এটা বিশ্বাস না। সে পাঁচ নাম্বারে খেলেও আমাদের ম্যাচটা জেতাতে পারবে এটা হলো বিশ্বাস।’
কুমিল্লার বিপক্ষে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ফরচুন বরিশালের প্লে অফের সমীকরণটা সহজ করে দিয়েছিলেন তাইজুলই। সফল হলেও তাইজুল মিরপুরের উইকেট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাঁহাতি এই স্পিনার।
তাইজুল বলেন, ‘মিরপুরের অবস্থা তো বোঝেনই কখন কী হয় বুঝা মুশকিল। সেই থেকে একটা চিন্তা থাকে। আমি মনে করি উইকেট অনেক ভালো ছিল। কারণ উইকেট ভালো থাকলে কিন্তু এই রান গুলা চেজ হয়। যেহেতু চেজ হয়েছে অবশ্যই ভালো উইকেট।’