promotional_ad

'গেইল আসার আগেও আক্রমণাত্মক ক্রিকেট ছিল'

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত কয়েক বছর ধরেই আক্রমণাত্মক টেস্ট ক্রিকেট খেলে জনপ্রিয়তা অর্জন করেছে ইংল্যান্ড। ইংলিশদের এই আক্রমণাত্মক ক্রিকেটের নাম দেয়া হয়েছে 'বাজবল'। ব্র্যান্ডন ম্যাককালামের অধীনে বেন স্টোকসের নেতৃত্বে সাদা পোশাকের ক্রিকেটে প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইংল্যান্ড।


যদিও আক্রমণাত্মক ক্রিকেটের স্বত্ব বা 'কপিরাইট' ইংল্যান্ডের নেই বলে মনে করেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। মারকুটে ব্যাটার হিসেবে তিনি ক্যারিয়ার শুরুর আগে থেকেই দ্রুত গতিতে রান তোলার চল ছিল বলে জানালেন এই ক্যারিবীয় তারকা।


promotional_ad

এক সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভিভ রিচার্ডস-ব্রায়ান লারাদের মতো ক্রিকেটার খেলে গেছেন। তারাও মারকুটে ব্যাটিং করে টেস্টকেও আরও আনন্দদায়ক করেছিলেন দর্শকদের জন্য। ফলে এখনকার দিনে ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিং নতুন  কিছু নয় বলেই মনে করেন গেইল।


একএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে গেইল বলেছেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট অনেক বছর ধরেই আছে, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইল পা রাখার আগেই। আমাদের (ওয়েস্ট ইন্ডিজ) ভিভ রিচার্ডসের মতো খেলোয়াড় ছিলেন, যারা ভিতটা গড়ে দিয়েছেন আমাদের। ব্রায়ান লারা, তারা সব সংস্করণেই তখন আক্রমণাত্মক খেলোয়াড় ছিলেন। তাদের পরিসংখ্যান দেখলে দেখবেন, কীভাবে তারা ইনিংস গড়েছেন।’


টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বেশি রানের মালিক ক্রিস গেইল। তবে সাদা পোশাকেও ট্রিপল সেঞ্চুরি আছে তার। ওয়ানডেতেও ২৫টি সেঞ্চুরি আছে গেইলের নামের পাশে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঝড়ো সব ইনিংস খেলে 'ইউনিভার্স বস' খেতাবও পেয়েছেন তিনি। ক্যারিবীয় এই কিংবদন্তি এবার মুগ্ধ হয়েছেন ভারতীয় ওপেনার ইয়াসভি জায়সাওয়ালের ব্যাটিং দেখে। এই তরুণকে নিয়ে গেইলের প্রত্যাশা অনেক।


জায়সাওয়ালের ব্যাটিংয়ের ধরণ পরিবর্তন না করার পরামর্শ দিয়ে গেইল বলেছেন, ‘তার কাছ থেকে অনেক প্রত্যাশা থাকবে। তবে নিজেকে মেলে ধরার সুযোগ দেওয়া উচিত তাকে। সে আক্রমণাত্মক খেলোয়াড়, তার টি-টোয়েন্টি ক্রিকেটেও এটি দেখা যায়। তার ধরনই এমন। তাকে বদলানোর চেষ্টা করা উচিত হবে না।’


শুক্রবার বার্বাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনগণনা শুরু হয়েছে। বিশ্বকাপের ১০০ আর একশ দিন বাকি রয়েছে। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করছে এই বিশ্ব আসর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেইলও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball