promotional_ad

ভারত সিরিজ শেষ রেহানের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি ভারত সিরিজে আর খেলা হচ্ছে না রেহান আহমেদের। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন ১৯ বছর বয়সী এই স্পিনার। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


রাঁচিতে শুক্রবার যখন ভারতের বিপক্ষে সিরিজে ফেরার লড়াইয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিকরা। তবে সিরিজের চতুর্থ এই টেস্টে খেলছেন না রোহান। ইতোমধ্যেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।


promotional_ad

ইসিবি বিবৃতিতে জানায়, ‘জরুরি’ পারিবারিক প্রয়োজনে দেশে ফিরছেন রেহান এবং এই সিরিজে তিনি আর ফিরবেন না। সেক্ষেত্রে সিরিজের পঞ্চম ম্যাচেও খেলা হচ্ছে না এই স্পিনারের। এমনকি তার বিকল্পও ঘোষণা করেনি ইসিবি।


ভারতের বিপক্ষে সিরিজের প্রথম তিন টেস্টেই ইংল্যান্ডের একাদশে ছিলেন রেহান। তিন টেস্টে মোট ১১টি উইকেট নিয়ে ইংল্যান্ডের অন্যতম সফল বোলার তিনি। রাঁচি টেস্টে অবশ্য তাকে বাদ দেয় দল। টম হার্টলি এবং শোয়েব বশিরের উপর ভরসা রাখে দল।


তবে রেহানের দেশে ফেরার সঙ্গে একাদশে জায়গা হারানোর সম্পর্ক নেই বলেই জানা গেছে। টেস্টের আগের দিন ইংল্যান্ড যখন একাদশ ঘোষণা করে তখনও দলের অনুশীলনে ছিলেন তিনি। তখনও তার দেশে ফেরার ব্যাপারে জানা ছিল না।


পরে অবশ্য রেহান জানতে পেরেছেন পারিবারিক প্রয়োজনের কথা। তারপর আর দেরি করেননি তিনি। ইংল্যান্ডের মূল স্পিনার জ্যাক লিচ চোট পেয়ে আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন। প্রথম টেস্টের পর থেকে ইংল্যান্ডের অন্যতম ভরসা ছিলেন রেহান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball