promotional_ad

আইপিএলের প্রথমদিনই মাঠে নামছে মুস্তাফিজ-ধোনির চেন্নাই

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের হয়ে খেলবে মুস্তাফিজুর রহমান।


যদিও চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনুশীলনে বলের আঘাতে মাথায় আঘাত পেয়েছেন এই পেসার। আইপিএলের আগেই তার সুস্থ হয়ে মাঠে ফেরার কথা রয়েছে তার। সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচ থেকেই চেন্নাইয়ের হয়ে খেলার কথা রয়েছে তার। এদিকে ভারতের লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের আংশিক সূচি প্রকাশ করেছে আয়োজকরা।


আপাতত প্রথম ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। মূলত আইপিএলের এবারের আসরে ফাইনাল হওয়ার কথা রয়েছে ২৬ মে। এর পাঁচদিন পরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।


promotional_ad

জানা গেছে ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করলে আইপিএলের পরের ধাপের সূচি ঘোষণা হতে পারে। প্রথম ধাপের সূচিত্তে ‘ডাবল-হেডার’ বা এক দিনে দুটি করে ম্যাচ আছে চার দিন। ২৩ মার্চ ঘরের মাঠে পাঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে।


দিনের পরের ম্যাচে এরপর ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে কলকাতা নাইট রাইডার্স। পরদিন রাজস্থান রয়্যালস খেলবে তাদের প্রথম ম্যাচ, জয়পুরে তাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দিনের দ্বিতীয় খেলায় সেদিন লড়বে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স।


৭ এপ্রিয় পর্যন্ত ঘোষিত সূচিতে ঘরের মাঠ দিল্লিতে কোনো ম্যাচ নেই দিল্লি ক্যাপিটালসের। ফিরোজ শাহ কোটলায় মেয়েদের আইপিএলের ম্যাচ হওয়ার কারণে দিল্লি তাদের হোম ভেন্যুর দুই ম্যাচ খেলবে বিশাখাপত্তমে। পাঞ্জাব এবার ঘরের নিজেদের ঘরের মাঠের ম্যাচগুলো খেলবে চন্ডিগড়ে।


আইপিএলের পূর্ণাঙ্গ সূচি-


Image



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball