promotional_ad

আমার কাজ রান করা, বাকি সব আল্লাহর ইচ্ছা: তানজিদ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগের ম্যাচেই দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭০ রানের একটি ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। তবে নিজের সেরাটা তিনি জমিয়ে রেখেছিলেন খুলনা টাইগার্সের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের জন্য। এই ম্যাচে তানজিদের ৬৫ বলে ১১৬ রানের ইনিংসে ভর করেই ১৯২ রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম।


জবাবে খেলতে নেমে মাত্র ১২৭ রানেই অল আউট হয়ে গেছে খুলনা। ৬৫ রানের জয়ের ফলে প্লে অফে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম। এবারের বিপিএলে তাওহীদ হৃদয় ও উইল জ্যাকস সেঞ্চুরি পেলেও তানজিদের ইনিংসটাই চলতি আসরের সর্বোচ্চ। সেই সঙ্গে এই বাঁহাতি ওপেনারের টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা ইনিংসও।


দারুণ এই ইনিংস খেলে তানজিদ নিজের অনুভূতি প্রকাশ করে বলেছেন, 'আমি কখনও এইভাবে চিন্তা করি নাই। আমি আগে যা করছিলাম সেট হয়ে আউট হয়ে যাচ্ছিলাম। চেষ্টা করছিলাম যে ভালো শুরু করার পর সেখান থেকে ক্যারি করব। এটাই চেষ্টা করছি আজকে।'


promotional_ad

৩২ বলে হাফ সেঞ্চুরি, ২৮ বলে পরের ৫০ পূরণ করে তিন অঙ্কে পৌঁছান তানজিদ। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এর চেয়ে কার্যকরী টি-টোয়েন্টি সূলভ ইনিংস খুব বেশি নেই। তানজিদ সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন দুই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও আরিফ আহমেদের ওপর।


এই দুজনের ওভার থেকেই তানজিদ নিয়েছেন ৫৪ রান। তানজিদ অবশ্য জানালেন এই দুজনকে লক্ষ্যবস্তু না বানালেও জোনে বল পেলে মারার লক্ষ্য ছিল তাদের। তিনি বলেন, 'আসলে দেখেন অই দলে কোনো অফ স্পিনার ছিল না। আমি যেহেতু সেট ব্যাটার ছিলাম আমার লক্ষ্য ছিল যাতে আমার জোনে পাই যদি তাহলে আমি বাউন্ডারির জন্য যাব।'


চট্টগ্রামের উইকেটের প্রশংসা করে তানজিদ বলেন, 'আমার মনে হয় সব জায়গাতেই উইকেট ভালো ছিল। সব জায়গাতেই হাইস্কোরিং ম্যাচ হয়েছে। ২-১টা ম্যাচ একটু লো স্কোরিং হয়েছে। আমার কাছে মনে হয় সব জায়গাতেই উইকেট অনেক ভালো। আর সবাই তো জানে এখানে চট্টগ্রামের উইকেট ব্যাটিংস্বর্গ। এখানে অনেক ভালো উইকেট ছিল।'


কদিন আগেই শ্রীলঙ্কা সিরিজের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে জায়গা হয়নি তানজিদের। দল ঘোষণাটা কদিন পরে দলেই সেই দলে সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা ছিল তানজিদেরও। তবে এ নিয়ে আক্ষেপ নেই তার।


তানজিদ বলেন, 'কখনোই আফসোস না। তারা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আমার কাজ রান করা, পারফর্ম করা আমি সেটাই করে যাব, বাকি সব আল্লাহর ইচ্ছা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball