বিপিএলে মুস্তাফিজের ফেরা নিয়ে শঙ্কা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে মাথায় আঘাত পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতপ্রাপ্ত জায়গায় ৫টি সেলাই দিতে হয়েছে তাকে। যদিও সিটি স্ক্যান রিপোর্টে মুস্তাফিজের মাথায় গুরুতর কোনো আঘাত পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে টাইগার এই পেসারকে। এখনও শঙ্কামুক্ত হননি মুস্তাফিজ। ৭ থেকে অন্তত ১৪ দিন ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে এই পেসারকে।
মঙ্গলবার মুস্তাফিজকে নিয়ে এমনটা জানান নিউরো সির্জন মঈনউদ্দিন মাহমুদ। তিনি বলেন, 'যেকোনো মাথার চোট... যে অবস্থায় আমরা মুস্তাফিজকে পেয়েছি। এটা থেকে সেরে উঠতে ৭-১৪ দিনের মতো। সেলাইয়ের ওপর নির্ভর করে আসলে আমরা এটা কখন কাটব। সেলাইটা ৭-১৪ দিনের মধ্যে কাটা যায়। এটা মাসের ওপর নির্ভর করে না এটা নির্ভর করে শারীরিক অবস্থার ওপর। চোট পুরোপুরি সেরে উঠতে সময় লাগে ৭-১৪ দিন।'

বিপিএলের খেলা না থাকায় অন্যান্য দিনের মতোই গত রবিবার অনুশীলন করছিলেন মুস্তাফিজ। নিজের চিরচেনা ছন্দে বোলিং করছিলেন তিনি। ব্যাটিং করছিলেন লিটন দাস। একটি ডেলিভারির আগে হেড কোচ সালাহউদ্দিনের ডাকে সাড়া দিতে গিয়ে আচমকা পেছনে তাকান তিনি। লিটনের করা শটে বলটি এসে মুস্তাফিজের মাথার পেছনে লাগে।
সঙ্গে সঙ্গেই মাটিতে বসে পড়েন মুস্তাফিজ। পড়ে যাওয়ার পর অনেকক্ষণ প্রাথমিক চিকিৎসা দেয়া হয় মুস্তাফিজকে। যদিও সেবা পেয়ে উঠে দাঁড়াতে পারেননি তিনি। যার কারণে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে।
চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয় মুস্তাফিজকে। সেখানে সিটি স্ক্যান করে জানা যায়, তার মাথার চামড়া কেটে গেছে। যদিও মাথার অভ্যন্তরে কোনও সমস্যা হয়নি। কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল অবশ্য মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তামুক্ত হওয়ার খবরই জানিয়েছিলেন।
আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানান, একটি বল এসে মাথায় আঘাত করার পর মুস্তাফিজের মাথা থেকে রক্ত পড়তে থাকে। তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে ব্যান্ডেজ দেওয়া হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান। সিটি স্ক্যান রিপোর্টে কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ পাওয়া যায়নি।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। শিকার করেন ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে তার সেরা বোলিং। লম্বা সময় ধরে পুনর্বাসনে থাকলে এবারের বিপিএল নিশ্চিতভাবেই মিস করবেন তিনি। মিস করতে পারেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পুর্ণাঙ্গও সিরিজের কিছু অংশও।