promotional_ad

এবার নারী দলের দায়িত্বে বাশার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কয়েকদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের দায়িত্ব শেষ করেছেন হাবিবুল বাশার সুমন। এবার বিসিবির নারী ক্রিকেট দলের প্রধান তথা হেড অব ওমেন্স উইং হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন তিনি। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বিসিবি।


সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার, নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান ও জাতীয় নারী দলের অধিনায়কের ছবি দিয়ে এমনটা জানায় ক্যাপশনে লেখা হয়, 'জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারকে বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে অভ্যর্থনা জানাচ্ছেন বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান শফিউল চৌধুরী আলম নাদেল ও নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।


promotional_ad

জাতীয় দলকে সফলতার সঙ্গে নেতৃত্ব দেয়া বাশার লম্বা সময় ধরেই বিসিবির নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পাশাপাশি বাশারের সঙ্গেও নির্বাচক হিসেবে মেয়াদ শেষের পর আর চুক্তি নবায়ন করেনি বিসিবি।


যদিও এই দুজন নির্বাচকের দায়িত্বে না থাকলেও বিসিবির অন্য পদে থাকবেন বলে সেসময় জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই প্রেক্ষিতে এবার নতুন দায়িত্ব পেলেন বাশার।


গত ১২ ফেব্রুয়ারি বিসিবির প্রধান নির্বাচক ঘোষণা করা হয় গাজী আশরাফ হোসেন লিপুকে। তার সঙ্গে আছেন আরেক সাবেক ক্রিকেটার হান্নান সরকার। পুরনো নির্বাচক প্যানেলের আব্দুর রাজ্জাক আছেন এবারের নতুন প্যানেলেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball