তবুও ‘বাজবল’ কৌশল পরিবর্তন করতে নারাজ ম্যাককালাম

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে হারলেও ইতোমধ্যেই দুটি ম্যাচ জিতে গেছে ভারত। রাঁচি ও ধর্মশালায় শেষ দুই টেস্টে হার এড়ালেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। ভারতের মাটিতে শেষ দুটি টেস্টে একেবারেই কাজে লাগেনি 'বাজবল' কৌশল। তবুও বিচলিত নন ব্রেন্ডন ম্যাককালাম। এই কৌশল চালিয়ে যেতে চান সিরিজের পরের দুটি টেস্টেও।
হায়দরাবাদে প্রথম টেস্ট দারুণভাবে জিতে এগিয়ে যাওয়া ইংল্যান্ড বিশাখাপত্তমে দ্বিতীয় ও রাজকোটে তৃতীয় টেস্ট বাজেভাবে হেরেছে। শেষ দুটি ম্যাচে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি বেন স্টোকসের দল। অনেকটা একপেশে ম্যাচ খেলেই জিতেছে ভারত।

বিশেষ করে রাজকোট টেস্টে একেবারেই খুঁজে পাওয়া যায়নি ইংলিশদের। ৪৩৪ রানে ম্যাচটি হারে তারা। টেস্ট ম্যাচটির চতুর্থ দিনে ভারতের দেয়া ৫৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। সেদিন দ্বিতীয় ইনিংসে ২০ রানে তিন উইকেট হারালেও ব্যাটিংয়ের আগ্রাসী ধরন পরিবর্তন করেনি ইংল্যান্ড। যার কারণে চতুর্থ টেস্টের আগে আবারও আলোচনায় তাদের 'বাজবল' কৌশল।
এ নিয়ে ম্যাককালাম বলেন, ‘এ ধরনের আলোচনা আমরা কখনো করিনি (কৌশল বদলানো নিয়ে)। কারণ, তেমন কিছু হওয়ার অর্থ হলো আপনি ছেলেদের মাথায় অন্য রকম এক চিন্তা ঢুকিয়ে দিচ্ছেন। আমরা চেয়েছি ছেলেরা যেন পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ ভালো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পায়, সেটি নিশ্চিত করতে।’
এদিকে রাজকোট টেস্টে বিশ্রাম পেয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। চলমান এই সিরিজে ১৩.৫৪ গড়ে ১৭ উইকেট নিয়ে তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। ভারতের সেরা বোলার বিশ্রামে থাকলেও সেটা নিয়ে বিশেষ কিছু ভাবছেন না ম্যাককালাম।
তিনি আরও বলেন, ‘আপনি যদি ভারতকে ভারতের মাটিতে হারাতে চান, তবে আপনাকে ওদের প্রতিটি বোলারের বিপক্ষে ভালো খেলার সামর্থ্য থাকতে হবে। ওরা একজন বোলার কম নিয়ে খেলছে কি না, সেটি কোনো ব্যাপার নয়। আমাদের কৌশল অবশ্য এবার কাজ করেনি, আমরা সেটা মেনেও নিচ্ছি। কিন্তু এটা পরেরবার কাজ করতে পারে।’