promotional_ad

সাকিবের রেকর্ড ভেঙেছেন, জানাই ছিল না রনির

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশীয় বোলারদের মধ্যে সবচেয়ে সেরা বোলিং ফিগার ছিল সাকিব আল হাসানের। ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমে সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন আবু হায়দার রনি। যদিও সাকিবের রেকর্ড ভাঙার কথাটি জানা ছিল না রনির।


২০১৭-১৮ মৌসুমে রংপুরের বিপক্ষেই মাত্র ১৬ রান খরচায় ৫ উইকেট নেন সাকিব। বিপিএলে এটাই ছিল কোনো বাংলাদেশীর সেরা বোলিং ফিগার। বরিশালের বিপক্ষে মাত্র ১২ রান খরচায় ৫ উইকেট নেন রনি। যার ফলে দ্বিতীয় স্থানে নেমে যেতে হলো সাকিবকে।


promotional_ad

সাকিবের রেকর্ড ভাঙা প্রসঙ্গে রনি বলেন, 'এটা (সাকিবের রেকর্ড ভেঙে দেয়া) আসলে জানতাম না আমি। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ৫ উইকেট সবসময় একটা বোলারের জন্য বিশেষ কিছু। এটা আমার জন্য একটা বিশেষ দিন ছিল, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব, সামনের ম্যাচগুলোতে যদি সুযোগ পাই, ভালো কিছু করার।'


ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসেই বাজিমাত করেন রনি। কাইল মায়ার্স, মুশফিকুর রহিম এবং সৌম্য সরকারকে একই ওভারে সাজঘরে ফেরান তিনি। ফরচুন বরিশালের ইনিংসে লাগাম লেগে যায় তখনই।


এরপর মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজের উইকেটও নেন রনি। প্রথম তিন ওভারে মাত্র ৬ রান দিলেও শেষ ওভারে আরও ৬ রান দেন তিনি। লম্বা সময় জাতীয় দলে না থাকা এই পেসার সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করতে চান প্রতিনিয়ত।


রনি আরও বলেন, 'একটা ম্যাচ দিয়ে সবকিছু চিন্তা করা উচিত হবে না। যেখানেই খেলি, আমি চেষ্টা করি ভালো খেলার। আজকের ম্যাচ যেহেতু ভালো হয়েছে, আমি চিন্তা করব ম্যাচ বাই ম্যাচ যেন ভালো করতে পারি। ভালো পারফরম্যান্স করে সবাই আপনার সাথে কথা বলবে। যখন আপনি খারাপ করবেন, কেউ কথা বলবে না। তাই ভালো পারফরম্যান্সের বিকল্প নেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball