অ্যাটকিনসনের বদলে কলকাতায় চামিরা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতানোর কথা ছিলো ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিলো তার। কিন্তু বিশ্বকাপের আগে ওয়ার্কলোডের কথা মাথায় রেখে টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি।
এবার তার বদলে শ্রীলঙ্কার পেসার দুশমান্থ চামিরাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৭ তম আসর। আইপিএলের গত নিলাম থেকে এক কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু দুই মাসেরও বেশি ধরে চলা এই টুর্নামেন্টের পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সব মিলিয়ে ব্যস্ত সময় অপেক্ষা করছে ক্রিকেটারদের জন্য। তাই ওয়ার্কলোডের কথা মাথায় রেখে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড অ্যাটকিনসনকে পরামর্শ দিয়েছেন আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিতে। ফলে মার্ক উডের পর ২৬ বছর বয়সী এই পেসারও জানিয়ে দিলেন টুর্নামেন্টে অংশ না নেয়ার কথা। তাই লঙ্কান পেসার চামিরাকে ৫০ লাখের বেস প্রাইসে দলে নিয়েছে রাইডার্সরা।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর আসন্ন আসরের জন্য ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের বদলি হিসেবে দুশমান্থ চামেরাকে দলে নিয়েছে।’
চামিরা এর আগে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলেছেন। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন তিনি। অবশ্য গত ডিসেম্বরে হওয়া আইপিএলের নিলামে অবিক্রীত ছিলেন এই লঙ্কান পেসার।