জেমিসনের বদলে দলে ফিরলেন কুগেলেইন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পিঠের চোটে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কাইল জেমিসন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগেই সেটা নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেড)। তাই দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তার বদলে দলে ডাক পেয়েছেন স্কট কুগেলেইন। প্রায় একবছর পর দলে ফিরলেন তিনি।
কুগেলেইন এখন পর্যন্ত কিউইদের হয়ে একটি টেস্ট, দুটি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। রঙিন পোশাকে ২০১৭ সালে অভিষেক হয় ৩২ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডারের। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে পাঁচ উইকেট নেন তিনি। গত বছর সাদা পোশাকে নিজের একমাত্র টেস্ট খেলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ২২ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন চারটি উইকেট। সবশেষ খেলেছেন আইএল টি-টোয়েন্টিতে। যেখানে গতকাল তার দল দুবাই ক্যাপিটালসকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই এমিরেটস শিরোপা জিতেছে। যেখানে বল হাতে চার ওভারে ৬৩ রান দিয়েছেন তিনি। অবশ্য টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৩ উইকেট তোলেন তিনি।
এবার ফিরলেন টেস্ট দলে। অবশ্য কুগেলেইনের সুযোগটা এসেছে জেমিসনের চোটের কারণে। মাউন্ট মঙ্গানুইতে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর পিঠে প্রচণ্ড ব্যথা অনুভব করেন জেমিসন। এরপর চোটের কারণে হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি।
মূলত মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ চোটের সমস্যায় ভুগছেন তিনি। সম্ভাবনা রয়েছেন প্রায় একবছর মাঠের বাইরে থাকার। এর আগে ২০২৩ সালেও লম্বা সময় একই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন জেমিসন। সেবার অবশ্য অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। কিন্তু ২৯ বছর বয়সী এই পেসার আর অস্ত্রোপচার করাবেন না। লম্বা সময় পুনর্বাসনে থাকতে হবে তাকে।