বাজে পারফরম্যান্সের পুরো দায়ভার ব্যাটারদের: মিঠুন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের রানার্স আপ দল সিলেট স্ট্রাইকার্স। এবারও বড় আশা নিয়ে বিপিএলে খেলতে নেমেছিল সিলেটের দলটি। তবে টানা হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ফরচুন বরিশালের বিপক্ষে ১৮ রানে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হয়েছে সিলেটকে।
এই ব্যর্থতার পেছনে ব্যাটারদের পারফরম্যান্সকে দায়ী করেছেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি বলে দোষারোপ করেছেন তিনি। বিপিএলের গত আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত।

এবার ১২.৪০ গড়ে ১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১২৪। জাকির হাসান বেশ কয়েকটি ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। লাগাতার ব্যর্থতার কারণে একাদশেই জায়গা হারিয়েছে ইয়াসির আলী রাব্বি। অধিনায়ক মিঠুনও রানের মধ্যে ছিলেন না।
বরিশালের বিপক্ষে হারের পর সিলেটের অধিনায়ক বলেছেন, 'আমরা এই জিনিসটা নিয়ে পুরো টুর্নামেন্ট ধরেই কথা বলছি। আমরা বিভিন্ন ওদল বদল করেও চেষ্টা করে দেখেছি। তারপরও দেখেন প্রথম ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচেই পাওয়ার প্লেতে আমরা বিপর্যয়ে পড়েছি ব্যাটিং ইউনিট হিসেবে।'
টি-টোয়েন্টিতে সাধারণত পাওয়ার প্লেতেই সবগুলো দল নিজেদের রান বাড়িয়ে নেয়। সিলেট প্রায় প্রতি ম্যাচেই পাওয়ার প্লেতে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে। এরপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেননি। ব্যাটাররা পারফর্ম না করায় বোলারদের কোনো কিছু করার ছিল বলে মনে করেন মিঠুন।
তার ভাষ্য, 'টি-টোয়েন্টিতে সবাই চায় পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাতে। সেই জায়গাতেই আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। আমাদের নেতিবাচক ফলাফল হয়েছে এর পুরো দায়ভার আমাদের ব্যাটারদের নিতে হবে। বোলাররা পুরো টুর্নামেন্টে কিন্তু খারাপ করেনি। আমাদের পুরো ব্যর্থতার দায়ভার ব্যাটারদের।'
তিনি যোগ করেন, 'আমাদের কোনো পরিকল্পনা ছিল না অতি আক্রমণাত্মক খেলতে হবে। চট্টগ্রাম ছাড়া বাকি যে উইকেটগুলো ছিল খুব বেশি ব্যাটিং বান্ধব ছিল না। আমরা চেয়েছি যত কম উইকেট হারানো যায়। ৬ ওভারে যদি ৩৫-৪০ রানও হয় তাহলেও আমাদের কোনো সমস্যা ছিল না। এটা ব্যাটারদের দায়িত্ব কীভাবে নিজেকে ম্যানেজ করবে।'