দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে বার্টলেট, ছেড়ে দেয়া হলো হেডকে

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
অভিষেকেই বাজিমাৎ করেছেন অজি পেসার জাভিয়ার বার্টলেট। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের ধসিয়ে দিতে বড় অবদান রেখেছেন তিনি। যদিও রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ম্যাচে তার ফেরার কথা রয়েছে।
এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছেড়ে দেয়া হয়েছে ট্রাভিস হেডকে। দ্বিতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন পেস তারকা জশ হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছে ১৭ রানে ৪ উইকেট নেয়া বার্টলেটকে।

গত বছরই পিঠের চোটে পড়েছিলেন বার্টলেট। এখন সুস্থ হলেও তাকে ৫ দিনের মধ্যে তিনটি ওয়ানডে খেলাতে চাইছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। শেফিল শিল্ডের গত আসরে কোনো ওয়ানডে ম্যাচেও তিনি অংশ নিতে পারেননি চোটের কারণে।
শুক্রবার ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচসেরা হয়ে বার্টলেট বলেছেন, 'বছরের শুরুতে আমি চোটে ছিলাম এবং কোনো ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেনি। এ কারণে আমি হতাশ হয়ে পড়েছিলাম। সুরঙ্গের শেষে আমি আলোর দেখা পেয়েছি। আপনাকে কঠোর পরিশ্রম করার চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ এই দিনগুলি ক্রিকেট খেলায় সবসময় আসে না।'
অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডের দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি পেসার স্পেন্সার জনসন। যদিও হেডের বিকল্প হিসেবে এখনও কারো নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। হেড না থাকায় দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হতে পারে ফ্রেজার-ম্যাগার্কের। লিস্ট 'এ' ক্রিকেটে মাত্র ২৯ বলে সেঞ্চুরি তুলে নেয়া এই ক্রিকেটার প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন।