promotional_ad

বশিরের কাছে রোহিতের উইকেট ‘স্পেশাল’

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশাখাপাত্নামে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে শোয়েব বশিরের। নিজের চতুর্থ ওভারেই প্রথম টেস্ট উইকেটের স্বাদ পেয়েছেন এই স্পিনার। উইকেটটি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার হওয়ায় আরও স্মরণীয় হয়ে থাকবে বশিরের কাছে।


টেস্টের প্রথম দিন ২৮ ওভার বোলিং করে ২ উইকেট পেয়েছেন বশির। দ্বাদশ ওভারে রোহিতকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম উইকেটের স্বাদ পাইয়ে দেন তিনি। বশিরের টার্ন করে বাইরে বেরিয়ে যাওয়া বল খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন রোহিত। এরপর বশির ফিরিয়েছেন অক্ষর প্যাটেলকেও।


যদিও দিন শেষে ইংলিশ এই স্পিনার জানিয়েছেন রোহিতের উইকেটটিই তার কাছে স্পেশাল। মাত্র ৬টি প্রথম শ্রেনির ম্যাচ খেলে টেস্ট দলে ডাক পাওয়া তার জন্য ছিল বিস্ময়য়ের। এভাবে টেস্ট অভিষেক হয়ে যাবে সেটা এখনও বিশ্বাস হচ্ছে না বশিরের।


promotional_ad

তিনি বলেন, 'দুই বছর আগে কেউ এটা বললে আমি হাসতাম। আমার টেস্ট ক্যাপ পাওয়ার মুহূর্তটি খুবই স্পেশাল এবং রোহিত শর্মাকে আমার প্রথম উইকেট হিসেবে পাওয়াটা খুব, খুব স্পেশাল। স্পিনের বিপক্ষে তিনি দারুণ একজন খেলোয়াড়।'


পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতের ভিসা আটকে গিয়েছিল বশিরের। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমেও তোলপাড় শুরু হয়। সমালোচনার মুখে শেষ পর্যন্ত তাকে ভিসা দেয় ভারতীয় এম্বাসি। কঠিন মুহূর্তে পাশে থাকায় পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বশির।


তার ভাষ্য, 'সৃষ্টিকর্তা ও আমার পরিবারের প্রতি খুবই কৃতজ্ঞ আমি। তারা আমাকে অবিরত সমর্থন দিয়ে গেছেন। আমার এই যাত্রায় সবরকম পরিস্থিতিতে তারা আমাকে সমর্থন দিয়েছে, তাদেরকে তাই ধন্যবাদ জানাতে চাই।'


জটিলতা তৈরি হলেও বশিরের বিশ্বাস ছিল ভিসা পাবেন। তবে খেলার সুযোগ পাবেন কিনা তা নিয়ে ছিলেন সন্দিহান। এই ম্যাচে বশিরের থাকার কথা ছিল না। তবে অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচ প্রথম টেস্টে চোটে পড়ায় বাধ্য হয়েই বশিরকে খেলাতে হয়েছে ইংল্যান্ডকে। নানা নাটকীয়তার পর স্মরণীয় অভিষেক অবিশ্বাস্য লাগছে বশিরের কাছে।


এ প্রসঙ্গে এই স্পিনার বলেন, 'আমি জানতাম, ভিসা পাব। আমার কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু দেখুন আমি এখন এখানে এবং আমার টেস্ট অভিষেক হলো, এটি বিশেষ দিন। হ্যাঁ, (ভিসা জটিলতা) আরও স্মরণীয় করে তুলেছে (অভিষেক)। কিছুটা ঝামেলায় পড়েছিলাম, কিন্তু ভারতে আসা এবং আমার টেস্ট অভিষেক অবিশ্বাস্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball