‘রোহিত ভাই বলেছে আমরা ঋষবল খেলব’

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ব্রেন্ডন ম্যাককালাম সাদা পোশাকের দলের দায়িত্ব নেয়ার পরই বদলে গেছে ইংল্যান্ডের টেস্ট খেলার ধরণ। ম্যাককালামের ডাক অনুসারে ইংল্যান্ডের ভিন্ন ঘরানার টেস্ট খেলাকে বলা হয় বাজবল হিসেবে। এমন ঘরানার ব্যাটিং করেন ভারতের ঋষভ পান্তও। তরকা এই অলরাউন্ডারের নামানুসারে ভারতও ঋষবল খেলবে। পান্তকে আগেই এমনটা জানিয়ে রেখেছিলেন রোহিত শর্মা।
ইংল্যান্ডের কল্যাণে পাঁচ দিনের ক্রিকেট হয়ে উঠেছে আরও আক্রমণাত্মক এবং জনপ্রিয়। যেখানে ম্যাচের প্রথম বল থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালান ইংলিশ ব্যাটাররা। তাদের সঙ্গে অনেকটা মিল আছে পান্তেরও। সংস্করণ যাই হোক না কেন সবসময়ই আক্রমণাত্বক ব্যাটিং করেন তিনি। টেস্টে সেটা আরও বেশি চোখে পড়ে।

এখন পর্যন্ত ৩৩ টেস্ট খেলে ৭৩.৬৩ স্ট্রাইক রেটে ২ হাজার ২৭১ রান করেছেন পান্ত। নিজের খেলা সবশেষ টেস্টেও বাংলাদেশের বিপক্ষে ঝড়ো ইনিংস রয়েছে পান্তের। যেখানে ১০৪ বলে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে ইংল্যান্ডের বার্মিংহামেও পান্তের ‘ঋষবল’ দেখেছে সবাই। ম্যাচের প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ৮৬ বলে ৫৭ রান করেছিলেন তিনি। তাই রোহিত তাকে বলেছেন ভারত খেলবে ‘ঋষবল’।
স্টার স্পোর্টসের ‘বিলিভ: টু ডেথ অ্যান্ড ব্যাক’ অনুষ্ঠানে পান্ত বলেন, ‘যেহেতু ইংল্যান্ড একটি নির্দিষ্ট ধরণে (টেস্ট) খেলা শুরু করেছে, আর আমি (সেই ধরণে খেলতে) অভ্যস্ত। তাই রোহিত ভাই বলেছেন আমরাও ঋষবল খেলব। তুমি যেভাবেই হোক খেলবে, আর আমরা (দলের) অন্যদের তোমাকে অনুসরণ করতে দেব।’
পান্ত ২০২২ সালের ৩০ ডিসেম্বর সড়ক দূর্ঘটনার স্বীকার হন। এরপর থেকে দীর্ঘ সময় মাঠেই বাইরে আছেন তিনি। ফলে এই সময়ে বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বড় আসরেও দলের সঙ্গে ছিলেন না তিনি। নেই চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও। তবে ফিরতে যাচ্ছেন আসন্ন আইপিএলে। তবে ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি।
সেই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে পান্ত নিয়ে বলেন, ‘জীবনে প্রথমবারের মতো ওই রকম (মৃত্যু) কিছু মনে হয়েছিল। সেই দুর্ঘটনার সময় শরীরে কতটা আঘাত পেয়েছি, সেটা জানতাম। তবে আরও খারাপ হতে পারত, সেটি না হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করি।’