তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়কই ক্রিকেটের ভবিষ্যৎ: ইরফান পাঠান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগারকারদের ‘চাপে’ অবসরে যেতে বাধ্য হন কোহলি, ধারণা কাইফের
১৫ ঘন্টা আগে
তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যায়নি তাকে। তার বদলে বিভিন্ন সময় হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ ও লোকেশ রাহুলকে এই ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে।
আসন্ন সাউথ আফ্রিকা সফরে তিন ফরম্যাটের জন্য তিনজন ভিন্ন অধিনায়ক বেঁছে নিয়েছেন ভারতের নির্বাচকরা। ওয়ানডেতে রাহুল, টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব আর টেস্টে রোহিত করবে অধিনায়কত্ব। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে তিন ফরম্যাটে ভারতের তিনজন অধিনায়ক দেখা যেতে পারে।

ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়কই ক্রিকেটের ভবিষ্যৎ। এমনকি তিন ফরম্যাটে তিনজন ভিন্ন ভিন্ন কোচকেও দেখা যেতে পারে। অবশ্য তিন ফরম্যাটে না হলেও সীমিত ওভার ও টেস্টের জন্য ভিন্ন কোচের পথে অনেক আগেই হেঁটেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলো।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১০ ঘন্টা আগে
এ প্রসঙ্গে ইরফান বলেছেন, 'এটা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। যদিও আমি এর বড় ভক্ত নই। তবে আমরা আলাদা আলাদা ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন অধিনায়ক করতে পারবো কিনা তা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। তবে এটা সত্যি এর ফলে ওয়ার্কলোড অনেকটা কমে যাবে। যার কারণে আপনি এখন বড় স্কোয়াড ও ভিন্ন অধিনায়ক দেখতে পাচ্ছেন।'
বর্তমানে রোহিতের বয়স ৩৬ ও বিরাট কোহলির ৩৪ বছর। ইতোমধ্যে এই দুই তারকা ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতিতে আছেন। ওয়ানডে বিশ্বকাপে তাদের আর নাও দেখা যেতে পারে। ফলে ভারতও নিজেদের পরবর্তী প্রজন্ম তৈরিতে বেশ মগ্ন। এ কারণেই ভিন্ন ক্রিকেটারকে নির্দিষ্ট ফরম্যাটে শুধু খেলতে দেখা যাচ্ছে।
ইরফান আরো বলেন, 'এটা পরিষ্কার যে রোহিতকে সাদা বলের ক্রিকেট থেকে বিরতি নিতে হয়েছিল। তাই আপনি তাকে এখানে দেখতে পাচ্ছেন না। আপনি তাকে টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে দেখছেন। যাইহোক, আপনি এই জিনিসগুলি সামনে আরো হতে দেখবেন। এমনকি আপনি সামনে ভিন্ন সংস্করণে বিভিন্ন কোচ দেখতেও পারেন।'