promotional_ad

এবার প্রধান কোচের দায়িত্বে ফ্লিনটফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোন, ইংল্যান্ডের বড় ধাক্কা

৫ এপ্রিল ২৫
ইংল্যান্ডের টেস্ট জার্সিতে অলি স্টোন

দ্য হান্ড্রেডের দল নর্দান সুপার চার্জার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। এবারই প্রথমবারের মতো এতো বড় দায়িত্ব পেলেন সাবেক এই ইংলিশ অলরাউন্ডার। এর আগে কোনো দলেরই প্রধান কোচের দায়িত্ব পালন করেননি তিনি।


২০০৫ এর অ্যাশেজে ইংল্যান্ডের জয়ে বড় অবদান ছিল ফ্লিনটফের। ইংল্যান্ডের হয়ে দুশোরও বেশি ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সুপারচার্জার্সে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন জেমস ফস্টারের। গত ডিসেম্বরে গাড়ি দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ফ্লিনটফ।


promotional_ad

যদিও কদিন আগেই আবারও ক্রিকেটীয় কার্যক্রমে ফেরেন তিনি। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এরপর আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ডের ওয়ানডে দলের কোচিং স্টাফে যোগ দেন এই অলরাউন্ডার। ইংল্যান্ড লায়ন্সের সংযুক্ত আরব আমিরাত সফরেও দলের সঙ্গে ছিলেন ফ্লিনটফ।


বিশ্বকাপের পরই ওয়েস্ট ইন্ডিজে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড। সেই সিরিজেও ইংল্যান্ড দলের সঙ্গে থাকার কথা রয়েছে তার। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ফ্লিনটফ। এরপর তিনি বিবিসির টপ গিয়ার অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে যোগ দেন।


২০১৪ সালে ট্রেভর বেইলিস ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার জন্য আবেদন করেছিলেন ফ্লিনটফ। তবে তাকে সেই সময় নিরাশ করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি সেই সময় ফ্লিনটফের আবেদন নিয়েই সন্দিহান ছিল।


এদিকে সুপার চার্জার্সের দায়িত্ব নিয়ে ফ্লিনটফ বলেছেন, 'নর্দান সুপার চার্জার্সের ছেলেদের দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে অনেক ভাল লাগছে। ইংল্যান্ডের ছেলেদের সঙ্গে কাজ করে আমার মনে হয়েছে ক্রিকেট আমার কাছে কতটা বিশেষ এবং আমি এই সুযোগ লুফে নিতে চাই। মাঠে সুপার চার্জার্সের সাফল্যে অবদান রাখতে চাই এবং ক্রিকেটকে আরও মানুষের কাছে পৌছে দিতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball