promotional_ad

উত্তর খুঁজছেন সাকিবও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

১৭ মে ২৫
ইসলামাবাদে পৌঁছার পর সাকিব আল হাসান, লাহোর কালান্দার্স

পুরো বিশ্বকাপে উড়লেও নেদারল্যান্ডসের কাছে হোঁচট খেয়েছিল সাউথ আফ্রিকা। তবুও সেই ডাচদের কাছে বাংলাদেশের মুখ থুবড়ে পড়াটা বেশ হতাশারই ছিল। কতটা হতাশার ছিল সেটা বোঝা গিয়েছিল সাকিব আল হাসানের সেদিনের সংবাদ সম্মেলনে। এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর মাইকেল ভন বলেছিলেন, বাংলাদেশের কিছু একটা ঠিক নেই। ভন একটার কথা বললেও বাংলাদেশের সমস্যা এখন প্রায় হাজারটা।


শব্দটা শুনে বিস্ময় লাগলেও বাধ্য হয়েই এমন কথা বলতে হচ্ছে। এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের ইতিবাচক দিক খুঁজে বের করা বেশ কঠিন। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের কথা বলা যেতে পারে। তবে দলের খুব একটা না আসলে সেটাকে ইতিবাচক হিসেবে ধরে নেয়াটা একটু অন্যরকম দেখায়। সত্যিকার্থে ভারত বিশ্বকাপে বাংলাদেশের ঠিকঠাক নেই কিছুই।


promotional_ad

সেটা বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং। কোথাও আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটারা। একমাত্র ভারত ম্যাচ বাদ দিলে টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ ছিলেন বরাবরই। লম্বা সময় ধরে স্বপ্ন দেখিয়ে আসা পেস বোলিং ইউনিট তো হতাশার চরম পর্যায়ে নিয়ে গেছেন পারফরম্যান্স দিয়ে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা জ্বলে উঠতে না পারায় প্রতিপক্ষকে চেপে ধরা যাচ্ছে না কোনোভাবেই।


আরো পড়ুন

নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম

১ ঘন্টা আগে
নাসুম আহমেদ,  নাহিদ রানা ও রিশাদ হোসেন (বাম থেকে), ক্রিকফ্রেঞ্জি

বোলিং, ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়েও নেই আশানুরূপ ফল। ডাচদের বিপক্ষে মুশফিকুর রহিম ও লিটন দাসের ক্যাচ মিস শেষ পর্যন্ত কাল হয়েছে বাংলাদেশের। ওয়ানডেতে ক্রমশই শক্তিশালী হয়ে উঠা বাংলাদেশের এমন দুরবস্থার কারণ জানতে চেয়েছিলেন রমিজ রাজা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের কাছে রমিজের প্রশ্নটা ছিল এমন তিন বিভাগেই বাংলাদেশের ভালো না করার কারণ কী?


উত্তরে সাকিব বলেন, ‘আমরা বেশি কিছু জিনিস ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করেছি কিন্তু সেগুলো আমাদের কাজে আসেনি। এই মুহূর্তে আমাদের সবাইকে পারফর্ম করতে হবে, যা আমরা করতে পারছি না। আমরাও এই প্রশ্নের উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না।’


২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের তো বটেই ব্যাট হাতে বিশ্বের অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাকিব। ব্যাট হাতে সেবার ৬০৬ রান করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। অথচ সেই সাকিবের ব্যাটেই চলছে রানখরা। সেবার তিনে সাফল্য পাওয়ার পরও এবার খেলছেন কখনও চার, পাঁচ কিংবা ছয়ে।


সাকিবকে উপরে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ব্যাটিং অর্ডার নিয়ে আমাদের ভাবতে হবে। আমি শুরুতে ব্যাটিং করেছি কিন্তু রান করতে পারিনি। আমার আত্মবিশ্বাস একেবারে তলানিতে ছিল। এই অবস্থায় অনেক কিছু পরিবর্তন করা কঠিন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball