আফগানিস্তানের বিপক্ষে হার কষ্টদায়ক: বাবর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
আগের ৭বারের দেখায় পাকিস্তানকে হারাতে পারেনি আফগানিস্তান। বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সেই হারের কিছুটা হলেও বদলা নিতে পেরেছে হাসমতউল্লাহ শহীদির দল। টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা দুই হারে পাকিস্তানের সেমি ফাইনালের স্বপ্ন অনেকটাই ধূসর।
এমন হারের পর বোলিং আর ফিল্ডিংকেই দুষছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি মনে করেন মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নিতে না পারাতেই ম্যাচের লাগাম হাতছাড়া হয়ে গেছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তিন বিভাগেই ভালো করতে না পারলে জেতার সুযোগ নেই এমনটাই ধারণা বাবরের।

আফগানিস্তানের বিপক্ষে হারের পর বাবর বলেছেন, 'আমাদের সংগ্রহ ভালো ছিল। কিন্তু বোলিংয়ে ভালো করতে পারিনি। মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে পারছিলাম না। বিশ্বকাপের মঞ্চে আপনাকে সব বিভাগেই সমান তালে ভালো করতে হবে। এখানে কোনো একটি বিভাগেও ভালো করতে না পারলেই হারতে হবে।'
অধিনায়কত্ব হারাচ্ছেন মাসুদ, পাকিস্তানের নেতৃত্ব পাচ্ছেন শাকিল
১৬ মে ২৫
বিশ্বকাপের এবারের আসরে ফেভারিটের তকমা নিয়েই ভারতে পা রেখেছিল পাকিস্তান। তবে বিশ্বকাপের শুরু থেকেই দলের বোলাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। টপ অর্ডার ব্যাটাররাও ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারছেন না।
তার ওপর আফগানিস্তানের বিপক্ষে হার কষ্ট বাড়িয়েছে বাবরদের। এ প্রসঙ্গে পাকিস্তান দলপতি বলেন, 'এই হার কষ্টদায়ক। আমরা তাদের বাউন্ডারি মারা থেকে বিরত রাখতে পারেনি। ইচ্ছেমত রান দিয়েছি যা আমাদের ভুগিয়েছে। আমাদের মাঝের ওভারে উইকেট নেওয়ার দরকার ছিল কিন্তু আমরা তা পারিনি।'
আফগানিস্তানকে অবশ্য প্রাপ্য প্রশংসা করতে কার্পন্য করেননি বাবর। তিনি বলেছেন, 'আফগানিস্তান পুরো ক্রেডিট প্রাপ্য। তারা তিন ডিপার্টমেন্টেই অসাধারণ খেলেছে। এজন্য জয়টা তাদের প্রাপ্য। আমরা বোলিং ও ফিল্ডিংয়ে কোনভাবেই ভালো করিনি। আমরা পরের ম্যাচে ভালো করার চেষ্টা করবো।'