promotional_ad

২ সেঞ্চুরির পরও কেন বাদ পড়েছিলেন উত্তর জানেন না ইমরুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়

২৪ মার্চ ২৫
একই ম্যাচে সেঞ্চুরি করেছেন ইরফান শুক্কুর (বামে), ইমরুল কায়েস (মাঝে) ও সাব্বির হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

২০১৮ সালের ডিসেম্বরের পর বাংলাদেশ দলের জার্সি গায়ে আর খেলা হয়নি ইমরুল কায়েসের। বাদ পড়ার ঠিক আগের সিরিজেই দুটি সেঞ্চুরি করার পরও কেন তাকে বাদ দেয়া হয়েছিল সেই কারণ আজও খুঁজে পাননি জাতীয় দলের এক সময়ের তারকা এই ওপেনার।


এ কারণে নিজের ভাগ্যকেই দুষছেন তিনি। এক সময় খারাপ খেলেও দল থেকে বাদ পড়েছিলেন এরপর ভালো খেলেও বাদ পড়ার স্বাদ পেয়েছেন তিনি। এ কারণে কাউকে দোষারোপ করতে চান না ইমরুল। ওয়ানডেতে ইমরুল সর্বশেষ সিরিজ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।


promotional_ad

সেই সিরিজে দুটি ম্যাচে ০, ৪ করে আউট হয়েছিলেন। এই পারফরম্যান্সই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। যদিও এর আগের সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৪, ৯০ ও ১১৫ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে লাইভ আড্ডায় নিজের বাদ পড়ার বিষয়ে কথা বলেছেন।


আরো পড়ুন

শেষ ওভারের রোমাঞ্চ জিতে সিরিজে সমতা আরব আমিরাতের

২ ঘন্টা আগে
সংযুক্ত আরব আমিরাত

ইমরুল বলেছেন, 'পৃথিবীর সবাই সবরকমের ভাগ্য নিয়ে জন্মায় না। এটা আমাকে মানতে হবে। ভাগ্য সবার জন্য একরকম হয় না। আমার ক্ষেত্রে এটা ভিন্নরকম হয়ে গেছে। আমি ভালো খেলেও বাদ পড়েছি। এক সময় খারাপ খেলেও বাদ পড়েছি। শেষবার আমি যখন ভালো খেলে বাদ পড়েছি, আমি বলবো আমার ভাগ্য খারাপ।'


এই বিষয়ে আরও খোলাসা করে ইমরুল বলেছেন, 'একটি সিরিজে দুটি সেঞ্চুরি একটি নব্বয়ের ঘরের ইনিংসের পরের সিরিজেই আমি যখন বাদ পড়ে যাই আমি নিজেও অবাক হয়েছিলাম। আমি জানি না যে আমি কার কাছে জানতে চাইব। এটা যেহেতু অতীত হয়ে গেছে এটা নিয়ে কথা বাড়াতে চাই না।'


এক সময় তিন ফরম্যাটের ক্রিকেটার ছিলেন ইমরুল। তবে সবচেয়ে বেশি তিনি সাবলীল ছিলেন ওয়ানডেতেই। ৭৮ ম্যাচে তার নামের পাশে রয়েছে ২ হাজার ৪৩৪ রান। তার নামের পাশে ৪টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১৬টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহকও ইমরুল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball