ব্রুকের বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি: বাটলার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
৪ ঘন্টা আগে
বেন স্টোকসের ওয়ানডে প্রত্যাবর্তনে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন হ্যারি ব্রুক। তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও দেখতে পারেন তরুণ এই ব্যাটার। সেই আভাষই দিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তার মতে বিশ্বকাপ উপলক্ষে ভারতের বিমান ধরার এখনও অনেক সময় বাকি আছে। ফলে এখনও যে কোনও কিছুই হতে পারে।
কয়েকদিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা। যা তাদের বিশ্বকাপের দল গঠন করতে সহায়তা করবে। কিন্ত এর আগেই অবসর ভেঙে দলে ফিরেছেন স্টোকস। ফলে দলে নিজের জায়গা হারিয়েছেন ইতোমধ্যেই থিতু হয়ে যাওয়া ব্রুক।

এভাবে দল থেকে বাদ পরে হতাশা প্রকাশ করে বাস্তবতাও মেনে নিয়েছিলেন ব্রুক। তার মতে স্টোকসের মতো একজনের কাছে জায়গা হারানোটা স্বাভাবিক। তবে সম্প্রতি দ্য হান্ড্রেডে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ব্রুক। বাটলারের পরই ২৩৮ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় রান সংগ্রাহক তিনি। যা ইংলিশ নির্বাচকদের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
২২ মে ২৫
ব্রুক প্রসঙ্গে অধিনায়ক বাটলার বলেন, 'আমরা সকলেই জানি, হ্যারি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং আমরা দেখেছি যে সে এক রাতে (১০৫ রানের ইনিংস) কি করতে পারে। এটি অবাক হওয়ার মতো নয়, আমরা জানি সে কতটা অসাধারণ খেলোয়াড়। কিন্ত এই মুহূর্তে তার দলে না থাকাটা দুর্ভাগ্যজনক।'
'অবশ্যই, বেন স্টোকস ফিরে এসেছেন এবং শুধুমাত্র ব্যাটার হিসাবে দলে তার থাকাটা গতিশীল পরিবর্তন এনেছে। স্বাগতম জানানোর জন্য বেন একজন দুর্দান্ত ক্রিকেটার। তাই এটি সত্যিই কঠিন একটি নির্বাচন (দুজনের মধ্যে বাছাই করা) ছিল।'
অবশ্য দল থেকে বাদ পরেই এর জবাব দিয়েছেন ব্রুক। গত মঙ্গলবার নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে মাত্র ৪২ বলে করেছেন ১০৫ রান। ফলে আসন্ন কিউই সিরিজে ব্রুক দলে না থাকলেও এমন পারফরম্যান্সে নির্বাচকদের চিন্তায় যে থাকবেন সেটা এখন বলাই যায়। অর্থাৎ আসন্ন সিরিজে কেউ খারাপ করলে দলে পরিবর্তনও আসতে পারে।
ঘোষিত স্কোয়াড যে বিশ্বকাপের চূড়ান্ত দল নয় সেটা বাটলারের কথায় স্পষ্ট হয়েছে। দলে সম্ভাবনাময় পরিবর্তন নিয়ে বাটলার বলেন, 'প্রত্যেকের বিমানে উঠতে (ভারত যাত্রার) এখনও অনেক সময় আছে, তাই আমরা অপেক্ষা করব এবং কি হয় সেটা দেখব।'