টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো ভূমিকা রাখতে পারতাম: অশ্বিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়কত্ব বুমরাহর প্রাপ্য, মনে করেন অশ্বিন
১৪ মে ২৫গত জুনে টানা দ্বিতীয় বারের মত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে ভারত। একাদশের সেরা কম্বিনেশনের জন্য সেই ম্যাচে জায়গা হয়নি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বোলার রবিচন্দ্রন অশ্বিনের। তবে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের শুরুর দিনেই পাঁচ উইকেট পেয়েছেন এই ভারতীয় স্পিন অলরাউন্ডার। ম্যাচ শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না খেলতে পারার জন্য আফসোসও করেছেন তিনি।
কথায় আছে জবাব মুখে নয় কাজে দিতে হয়, সেটা বুঝি খুব ভালো করেই জানেন অশ্বিন। তাইতো অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে দলে জায়গা না হওয়া এই স্পিনার জবাব দিলেন পারফর্ম করেই। ডোমিনিকায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দারুণভাবে বিপদে ফেলেছেন তিনি।

স্পিন জাদুতে প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের থামিয়েছেন ১৫০ রানে। প্রথম দিনের এমন পারফরম্যান্সের পরেও, গণমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন অশ্বিন, যা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের হতাশা! যদিও ভারতের এই স্পিনার জানিয়েছেন এই হতাশার স্মৃতি পেছনে ফেলেছেন তিনি।
‘কাউকে সুযোগ দেয়া যাবে না যাতে আপনাকে দল থেকে বের করে দেয়’
৭ ঘন্টা আগে
অশ্বিন বলেন, 'একজন ক্রিকেটার হিসেবে যখন আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে জায়গা পান এবং বাইরে বসে (একাদশের বাইরে) থাকেন সেটা ভালো। আমার জন্যে বিষয়টি ছিল কিভাবে নিজের প্রতিক্রিয়া জানাব এবং ড্রেসিংরুমে সব ঠিক আছে কিনা, সেই ব্যাপারেও নিশ্চিত করব। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারত এবং আমি সেখানে ভালো ভূমিকা রাখতে পারতাম। কিন্তু এটি কেবল দুর্ভাগ্যজনক যে, সেই সুযোগটি আমি পাইনি।'
দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা না পেলেও নিজের দলের জন্য সব কিছু উজাড় করে দিতে চান, 'আমার এবং অন্য একজনের মধ্যে পার্থক্য কি, যদি ড্রেসিংরুমে আমি অস্বস্তিতে পড়ে যাই। আমি আমার সতীর্থদের এবং ভারত ক্রিকেটকে যা দিতে চাই, সেটা হলও কিছুটা বোঝাপড়া এবং মাঠে আমার সেরা প্রচেষ্টা।'
গতকাল রেকর্ড ৩৩ বার পাঁচ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। এই ব্যাপারে তিনি বলেন, দলকে জিততে সাহায্য করাই তার কাছে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত অর্জন নয়। পাঁচ উইকেট শিকারের মাধ্যমে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ৭০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করেন অশ্বিন। তালিকায় থাকা বাকি দুজন হলেন, অনিল কুম্বলে এবং হরভজন সিং।
ডোমিনিকায় প্রথম দিনেই অশ্বিন জাদুতে ১৫০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা, জবাবে ব্যাটিং এ নেমে কোনও উইকেট না হারিয়ে ৮০ রান তুলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুবারের রানার্সআপরা। দুই ওপেনার রোহিত শর্মা ৩০ এবং ইয়াশভি জায়সাওয়ালের ৪০ রানে ভর করে, মাত্র ৭০ রানে পিছিয়ে আছে ভারত।