বোলারদের কৃতিত্ব দিলেন লিটন
.jpg)
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ
১৫ ঘন্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছিল আগেই। দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা পারফর্ম করতে পারেননি। প্রথম ওয়ানডেতে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ হেরেছিল ১৭ রানে। টাইগার বোলাররা ২১.৪ ওভারে আফগানিস্তানের ২টি উইকেট নিতে পেরেছিলেন কেবল।
দ্বিতীয় ওয়ানডেতেও হতাশ করেছিলেন বোলাররা। টসে জিতে বোলিংয়ে নেমে ৩৬ ওভার পর্যন্ত কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশ। দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান মিলে তোলেন ১৫৬ রান। যদিও শেষদিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে ৩৩১ রানে বেধে রেখেছিলেন বাংলাদেশের বোলারররা।

অবশ্য শেষ ম্যাচে জ্বলে উঠলেন তারা। আর বাংলাদেশি বোলারদের আগুনে পুড়ে আফগানিস্তান অল আউট হয়েছে মাত্র ১২৬ রানে। এর মধ্যে টাইগার পেসার শরিফুল ইসলামই নিয়েছেন ৪ উইকেট। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
সিরিজ হারলেও তৃতীয় ওয়ানডেতে জয়ের পর দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। তিনি দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট। টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডে সিরিজের ভুলগুলো শুধরাতে চান তিনি।
লিটন বলেন, 'টি-টোয়েন্টি সিরিজের আগে এটা আমাদের অনেক সাহায্য করবে। ছেলেরা দারুণ পারফরম্যান্স করেছে। আমরা নতুন বলে ভালো বল করি। সব বোলাররাই ভালো বোলিং করেছে। তারা খুব বেশি রান দেয়নি। আমার মনে হয় ধৈর্য নিয়ে ব্যাটিং করতে পেরেছি।'
আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি সিরিজ জিতে দারুণ খুশি। তৃতীয় ওয়ানডেতে হারের পর তিনি বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন। শহীদি টি-টোয়েন্টি দলের সঙ্গে না থাকলেও সতীর্থদের জন্য শুভকামনা জানিয়েছেন।
শহীদি বলেন, 'দলের পারফরম্যান্সে দারুণ খুশি। আজ আমাদের ভালো দিন যায়নি। আমরা ম্যাচটিতে হেরেছি কিন্তু এই ম্যাচে থেকেও শিখেছি। বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে। শুরু থেকেই তারা আমাদের চেপে ধরেছিল। আমি টি-টোয়েন্টি দলের অংশ নই তবে দলের জন্য শুভকামনা থাকবে।'