মাথায় চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সোবহানা

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে মিরপুরে চলমান দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন সোবহানা মোস্তারি। ক্যাচ ধরতে গিয়ে মাথার নিচের অংশে আঘাত পেলে তাকের স্ট্রেচারে করে নেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল কক্ষে নেয়া হয়।
বিসিবির মেডিকেল কক্ষ থেকে অবশ্য সোবহানাকে নেয়া হতে পারে হাসপাতালে। দলীয় সূত্র ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে। তবে পুরোটাই নির্ভর করছে এই ক্রিকেটারের শারীরিক অবস্থার ওপর।

মাথায় আঘাত পাওয়ায় আজ আর ব্যাটিংয়ে নামবেন না সোবহানা। মাথার নিচে চোট পাওয়ায় তাকে কনকাশন সাব করা হয়েছে। তার পরিবর্তে ব্যাটিংয়ে নেমেছেন মুর্শিদা খাতুন।
মূলত ভারতের ইনিংসের সবশেষ ওভারে মাথায় চোট পান সোবহানা। মারুফা আক্তারের করা প্রথম বলে ভারতীয় ব্যাটার আমানজিত কর হাওয়ায় ভাসিয়ে খেলেছিলেন। ফলে মিড অফ দিয়ে উড়ে যাওয়া বল তালুবন্দি করলেও মাটিতে পড়ে মাথার নিচে ব্যথা পান সোবহানা।
চোট গুরুত্বর হওয়ায় মাঠের বাইরে নেয়া হয় তাকে। তাই টপ অর্ডার এই ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাট করতে নেমেছেন মুর্শিদা। আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান করে ভারত।
তিন ম্যাচ সিরিজের আগের ম্যাচটি জিতে এগিয়ে আছে সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। হরমনপ্রীতের হাফ সেঞ্চুরিতে ১১৫ রানের লক্ষ্য সহজেই তাড়া করে ভারত।