অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তামিম ‘বেস্ট ফ্রেন্ড’ নন, তবে ‘ভালো বন্ধু’ সাকিবের

৮ জুলাই ২৫
তামিম ইকবাল ও সাকিব আল হাসান, ফাইল ফটো

একদিন পরেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে তামিম এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ফেরা হচ্ছে না তামিমের।


প্রধানমন্ত্রী তাকে এক-দেড় মাসের সময় দিয়েছেন। এর মধ্যে মানসিকভাবে চাঙ্গা হওয়ার পরামর্শ দিয়েছেন তাকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে 'না' বলাটা তার জন্য অসম্ভব।


promotional_ad

তামিম বলেছেন, 'আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় দাওয়াত করেছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন, খেলায় ফিরে আসতে। আমি আমার অবসরের সিদ্ধান্ত এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছি। কারণ আমি সবাইকে 'না' বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে 'না' বলা আমার জন্য অসম্ভব।'


আরো পড়ুন

‘দেশের বাইরের চেয়ে দেশে বাংলাদেশ অনেক ভালো দল’

২১ ঘন্টা আগে
পিসিবি

'পাপন ভাই, মাশরাফি ভাই অনেক বড় প্রভাব রেখেছেন। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি... তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ্‌ খেলব।'


এর আগে বেলা আড়াইটায় গণভবনে পৌঁছান। একই সময় প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন মাশরাফি বিন মুর্তজাও। খানিক বাদেই গণভবনে পা রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘ তিন ঘণ্টার বৈঠকের পর তামিম নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন।


এর আগে বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর এদিন রাতেই জরুরী বৈঠক অনুষ্ঠিত হয় বিসিবির। সেখান থেকে বেরিয়ে বিসিবি সভাপতি জানান তামিমের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসবেন তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball