আমরা কেউই উইকেট নেয়ার মতো বলে আউট হইনি: তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘দেশের বাইরের চেয়ে দেশে বাংলাদেশ অনেক ভালো দল’

২১ ঘন্টা আগে
পিসিবি

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যদিও তাওহীদ হৃদয়ের লড়াকু হাফ সেঞ্চুরিতে কোনো মতে লড়াইয়ের সংগ্রহ দাঁড় করাতে পেরেছিল টাইগাররা।


যদিও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। ম্যাচ শেষে ব্যাটারদেরই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তিনি মনে করেন বাংলাদেশের সব ব্যাটারই এদিন আলগা শট খেলেছেন বেশি। হারের কারণ হিসেবেও এটাকেই দেখছেন তামিম।


promotional_ad

টাইগার অধিনায়ক বলেন, 'আবহাওয়া ও উইকেট বা অন্যান্য কিছুকে আমার মনে হয় না দায় দেওয়ার কিছু আছে। ওসব খেলারই অংশ। আমাদের শুরুটা ভালো ছিল। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৫০ রানের মতো ছিল। এরপর দুই দফায় পরপর উইকেট হারিয়েছি।'


আরো পড়ুন

আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই

৮ জুলাই ২৫
বিসমিল্লাহ জান শিনওয়ারি, ফাইল ফটো

বাংলাদেশের ব্যাটাররা ভালো বলে উইকেট দেননি বলেও মনে করেন তামিম। তার ভাষ্য, 'সত্যি বলতে, কোনো উইকেটই এমন ছিল না যে অসাধারণ কোনো ডেলিভারি বা উইকেট নেয়ার মতো বলে। বরং আমিসহ আমাদের ব্যাটসম্যানরা আলগা শট খেলেছে। এটাই ছিল ব্যাপার।'


দফায় দফায় বৃষ্টির কারণে উইকেট কিছুটা চ্যালেঞ্জিং হয়ে গেলেও পুরোপুরি দুর্বোধ্য ছিল না বলে মনে করেন তামিমও। দলের ব্যাটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ২৫০-২৬০ রানও হতে পারত বলে ধারণা বাংলাদেশ দলের এই ওপেনারের।


এই রান হলে ম্যাচের ফলাফলও ভিন্ন হতে পারত বলে বিশ্বাস তামিমের। তিনি বলেন, '১৬০ রানে আটকে গেলে তা যথেষ্ট নয়। উইকেট কিছুটা ট্রিকি ছিল অবশ্যই। বিশেষ করে শুরুতে। তবে আমরা যদি ২৫০-২৬০ রান করতে পারতাম, তাহলে ভালো খেলা হতে পারত।'


বাংলাদেশের অন্য ব্যাটাররা ব্যর্থ হলেও তাওহীদ হৃদয় একপ্রান্ত আগলে রেখে ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন। দিনশেষে অধিনায়কের প্রশংসাও পেয়েছেন তিনি। হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধতার কথা জানিয়ে তামিম বলেন, 'আজকে তার মাত্র সপ্তম ম্যাচ ছিল। প্রতিবারই ব্যাট করতে নেমে সে সবাইকে মুগ্ধ করে চলেছে। এই মুহূর্তে ওকে দারুণ মনে হচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball