পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন ফাওয়াদ-খুশদিলরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দর্শকের ওপর চড়াও হওয়ার কারণ জানালেন খুশদিল

২৫ এপ্রিল ২৫
দর্শকের ওপর চড়াও হওয়ার মুহূর্তে খুশদিল, পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ২০২৩-২৪ মৌসুমের ??েন্দ্রীয় চুক্তি নিয়ে ইতোমধ্যেই বৈঠক শুরু করেছে নির্বাচকরা। এবারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন ফাওয়াদ আলম, খুশদিল শাহরা। এমন সংবাদ ভেসে বেড়াচ্ছে পাকিস্তানের গণমাধ্যমে।


২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। সেক্ষেত্রে পহেলা জুলাইয়ের আগেই ২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করবে পিসিবি। এবারও লাল এবং সাদা বলে আলাদা আলাদা তালিকা প্রকাশ করবে সংশ্লিষ্টরা।


promotional_ad

অবসর নেয়ার কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন আজহার আলী। এমনটা অবশ্য আগে থেকেই অনুমিত ছিল। ফাওয়াদ, খুশদিলদের পাশাপাশি নোমান আলী, ইয়াসির শাহ, উসমান কাদির এবং জাহিদ মাহমুদও বাদ পড়তে যাচ্ছেন।


গত দুই বছর টি-টোয়েন্টিতে দৃষ্টিনন্দন পারফরম্যান্স করায় সম্প্রতি পাকিস্তানের ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন ইফতিখার আহমেদ। জানা গেছে, সাদা বলে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে এই মিডল অর্ডার ব্যাটারকে।


তার পাশাপাশি সায়েম আইয়ুব, ইহসানউল্লাহ, উসামা মির এবং জামান খানকেও সংযুক্ত করা হচ্ছে পাকিস্তানের নতুন কেন্দ্রীয় চুক্তিতে।


এদিকে নতুন এই কেন্দ্রীয় চুক্তিতে প্রোমোশন পেতে পারেন পাকিস্তানের দুই পেসার হারিস রউফ এবং নাসিম শাহ। জানা গেছে, গতবারের মতো এবারও ইমার্জিং বা উদীয়মান কোটায় চুক্তিতে রাখা হবে দেশটির বেশ কিছু তরুণ ক্রিকেটারকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball