এসসিজির পর শারজাহতেও শচীনের নামে স্ট্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাতিল চান ক্লাসেন

৩ জুলাই ২৫
সেঞ্চুরির পর ক্লাসেনের উদযাপন

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) পথেই হাঁটল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামও। শচীন টেন্ডুলকারের নামে স্ট্যান্ড উন্মোচন করেছে এই স্টেডিয়ামটিও। ২৫ বছর আগে মরুর বুকে ঝড় তোলা শচীনকে সেই ইনিংসের ২৫ বছর পূর্তিতেই এবার চমক দিল শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।


শারজাহতে শচীনের ঐতিহাসিক ইনিংসকে বিশেষভাবে মনে রাখতেই এমন উদ্যোগ। লিটল মাস্টারের ৫০ তম জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম ক্রিকেট ভেন্যুর ওয়েস্ট স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়েছে। বিখ্যাত ‘ডেজার্ট স্টর্ম’ ইনিংসের ২৫ বছর পর শচীনকে সম্মান জানিয়ে তার নামে নামকরণ করল স্টেডিয়ামের স্ট্যান্ড।


promotional_ad

১৯৯৮ সালের ২২ এপ্রিল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নরা পাত্তাই পাননি শচীনের সামনে। শচীন সেদিন খেলেছিলেন ১৪৩ রানের এক ইনিংস। শচীনের ৫০তম জন্মদিনে তাঁর আইকনিক ‘ডেজার্ট স্টর্ম’ ইনিংসেরও বয়স হয় ২৫।


স্টেডিয়ামটির পশ্চিম পাশের গ্যালারিকে এতদিন বলা হতো ওয়েস্ট স্ট্যান্ড। এবার এই নাম বদলে রাখা হলো শচীন টেন্ডুলকার স্ট্যান্ড। জানা গিয়েছে, এই স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী ম্যাচ থেকেই দেখা যাবে টেন্ডুলকার স্ট্যান্ড। 


এদিকে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সফরকারী দলের গেটস শচীন ও লারার নামাঙ্কিত করেছে। লিটল মাস্টারের জন্মদিনে এই ঘোষণা দেয় এসসিজি।  ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মোট ৬৬৪ টি ম্যাচ খেলেছেন শচীন। বিশ্বের কোনও ক্রিকেটার এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ক্রিকেটের রেকর্ড বইয়ে শচীন একাই যেন মহাতারকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball