কলকাতার অধিনায়ক নীতিশ রানা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুকে দায়ী করেছে আদালত

১৬ ঘন্টা আগে
বিসিসিআই

ইনজুরির কারণে আইপিএলের শুরুর ভাগ থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার বিকল্প হিসেবে এবারের আসরে দলটিকে নেতৃত্ব দিতে দেখা যাবে টপ অর্ডার ব্যাটার নীতিশ রানাকে। 


এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন দলটি। আইয়ার ছাড়াও চোটের কারণে শঙ্কা আছে আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে। এর মধ্যে রয়েছে লকি ফার্গুসনও।


promotional_ad

রানাও বৃহস্পতিবার অনুশীলনের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। যদিও সেই চোট খুব একটা গুরুতর ছিল না। ফলে আইপিএলের শুরুর ম্যাচ থেকেই তার মাঠে নামতে কোনো সমস্যা নেই। 


আরো পড়ুন

‘আমাদের দুর্ভাগ্য যে একসঙ্গে তিন-চার জন ক্রিকেটারের ফর্ম খারাপ ছিল’

২৬ মে ২৫
কলকাতার জার্সিতে আজিঙ্কা রাহানে, আইপিএল

এর আগেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে রানা। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসরে দিল্লিকে ১২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে ৮টিতেই জয় পেয়েছে দলটি। বাকি ৪টিতে হেরেছে তারা।


রানা ২০১৮ সাল থেকে কলকাতা দলের নিয়মিত সদস্য। তিনি দলটির হয়ে এখনও পর্যন্ত ৭৪ ম্যাচে খেলেছেন। ব্যাট হাতে করেছেন ১ হাজার ৭৪৪ রান। আইপিএলের গত আসরে কলকাতার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।


আইয়ার বোর্ডার-গাভাস্কার সিরিজ চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন। শেষ টেস্টের চতুর্থ দিনের পর আর মাঠে নামতে পারেননি তিনি। সেই সময় তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর জানানো হয় তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball