ক্যারিয়ারের শেষে নিজেকে কিংবদন্তির আসনে দেখতে চান তাসকিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন

৪ জুলাই ২৫
ফাইল ছবি

বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রাণভোমরা তাসকিন আহমেদ। সীমিত ওভারের ক্রিকেটে তাকে ছাড়া বোলিং আক্রমণ কল্পনাই করা যায় না সাম্প্রতিক সময়ে। যদিও এই পেসারই এক সময় নিজেকে হারিয়ে খুঁজেছেন। একের পর এক ইনজুরিতে অনেকেই তার ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছিলেন।


চূড়ান্ত অধ্যাবসায় আর কঠোর পরিশ্রমে আবারও জাতীয় দলে ফিরেছেন। ধারাবাহিকভাবে পারফর্ম করে বাংলাদেশের পেস বোলিং আক্রমণে এনে দিয়েছেন নতুন মাত্রা। যাতে করে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশে বোলিং আক্রমণও। ক্যারিয়ারের শুরুটা স্বপ্নের মতো ছিল তাসকিনের।


promotional_ad

যদিও ভারতের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে বড় ধাক্কা খান এই পেসার। বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে দেশে ফেরত পাঠানো হয় তাকে। এরপর বোলিং শুধরে ফিরলেও নিজের হারানো ছন্দ ফিরে পাননি সে সময়। ২০১৯ বিপিএলে দারুণ পারফর্ম করে বিশ্বকাপ দলেও জায়গা প্রায় পাকা করে নিয়েছিলেন তিনি।


আরো পড়ুন

৩ বছরের জন্য সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি

৩০ জুন ২৫
আম্পায়ারিংয়ের সময় সাইমন টাফেল

যদিও এক ইনজুরি তার স্বপ্নে আবারও বাধা হয়ে দাঁড়ায়। সেই চোটের কারণে বিশ্বকাপ খেলা হয়নি তাসকিনের। এরপর করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় দেশের ক্রিকেট থমকে ছিল। তবে থেমে ছিলেন না তাসকিন। নিয়মিত জিম আর অনুশীলনে ঘাম ঝরিয়ে স্বপ্নের ফর্ম ফিরে পেয়েছেন।


তাসকিনও জানেন কঠোর পরিশ্রমের বিকল্প নেই প্রতিযোগীতামূলক ক্রিকেটে। ক্যারিয়ারের শেষে জসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা, জশ হ্যাজেলউডদের মতো কিংবদন্তি হতে চান বাংলাদেশের এই পেসার। তাসকিন মনে করেন এই পর্যায়ে যেতে না পারলে এই কঠোর পরিশ্রমের কোনো মানে নেই।


ক্রিকইনফোর এক সাক্ষাৎকারে তাসকিন বলেন, 'গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি এবং ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিরা আমার হিরো। শাহিন শাহ আফ্রিদি, কাগিসো রাবাদা, জাসপ্রিত বুমরাহ এবং জশ হ্যাজেলউডের মতো বোলাররা তাদের ক্যারিয়ার শেষে কিংবদন্তি হয়ে উঠবে। আমি তাদের মতো হয়ে উঠতে চাই। আমি যদি সেই স্তরে পৌঁছতে না পারি তবে কঠোর পরিশ্রম করার কোনও মানে নেই। আমাকে তাদের লেভেলে নিয়ে যেতে হবে।'


এমন ফিটনেস ধরে রেখে লম্বা সময় খেলে যাওয়াই লক্ষ্য তাসকিনের। ক্যারিয়ারের শেষে নিজেকে কিংবদন্তির আসনে দেখতে চান তিনি। তাসকিন বলেন, 'পেস বোলার হিসেবে আমি নিজেকে ভিন্ন এক অবস্থায় নিয়ে যেতে চাই, দেশের জন্য আরও অনেক অবদান রাখতে চাই। আমি আরও দক্ষ ও ফিট হতে চাই। আমি আমার ক্যারিয়ার শেষ করতে চাই কিংবদন্তি হয়ে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball