আফগানিস্তান সিরিজে পাকিস্তানের বোলিং কোচ গুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান শাহীন্সের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন গুল

৫ জুলাই ২৫
পাকিস্তানের কোচিং করানোর সময় উমর গুল

কদিন আগে শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফদের বোলিং কোচ হওয়ার আশা ব্যক্ত করেছিলেন উমর গুল। এমন কথার মাস দুয়েক পর পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য গুলকে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


বছরখানেক পাকিস্তানের সঙ্গে কাজ করার পর সবশেষ ৯ ফেব্রুয়ারি চুক্তির মেয়াদ শেষ হয়েছে শন টেইটের। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের জায়গায় পাকিস্তানের বোলিং কোচ করা হয়েছে গুল। যদিও আপাতত তাকে কেবলই আফগানিস্তান সিরিজের জন্য রাখা হয়েছে।


promotional_ad

কদিন আগেই আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন গুল। আফগানিস্তান ছাড়াও পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ক্রিকেট ক্যারিয়ারে ছিলেন ডেথ ওভার স্পেশালিষ্ট।


আরো পড়ুন

নাইমের কাছে বাংলাদেশই এগিয়ে

৬ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এদিকে আফগানদের বিপক্ষে অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে আব্দুল রেহমানকে। সাবেক এই ক্রিকেটারের কোচিংয়ে ন্যাশনাল টি-টোয়েন্টি ও পাকিস্তান কাপ জিতেছে খাইবার পাখতুন। এ ছাড়া সেন্ট্রাল পাঞ্জাবকে জিতিয়েছেন কায়েদ-ই-আজম ট্রফি।


পেশাওয়ার প্যানথারকে দুবার ন্যাশনাল টি-টোয়েন্টি জেতানো রেহমান ২০১৭ সালে কাজ করেছেন পেশাওয়ার জালমির সহকারী কোচ হিসেবে। সেবার শিরোপা জিতেছিল পেশাওয়ার। সবশেষ ৪ বছরে মুলতান সুলতানসের সহকারী কোচের দায়িত্বে রয়েছেন তিনি। সবশেষ নভেম্বরে বাংলাদেশ যুব দলের বিপক্ষে পাকিস্তানের যুবাদের কোচিং করিয়েছেন রেহমান।


আফগানিস্তান সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে মোহাম্মদ ইউসুফকে। ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন আব্দুল মজিদ। পিএসএল শেষ হওয়ার পর শারজাহতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে বিশ্রাম দেয়া হয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটারদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball