আমরা তো জানতাম আন্তর্জাতিক নিয়মেই খেলা হচ্ছে: আকবর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে হারানোর পরিকল্পনায় পাকিস্তানের ভরসা বিপিএল খেলা ক্রিকেটাররা
১৯ জুলাই ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। নিয়মিতই নিত্য নতুন ঘটনার সাক্ষী হচ্ছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের দর্শকরা। শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার ইনিংসের ১৪তম ওভারে ইফতেখার আহমেদের বলে এলবিডব্লিউ হন জাকের আলী। বোলার-ফিল্ডারদের আবেদনের ভিত্তিতে মাঠের আম্পায়ার আউট দেন। এরপর ব্যাটিং টিম রিভিউ নিলে সিদ্ধান্ত জানানোর দায়িত্ব পড়ে থার্ড আম্পায়ারের কাঁধে।

বেশ কিছুক্ষণ যাচাই বাছাইয়ের পর থার্ড আম্পায়ারও আউট হন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বল পিচিং করেছিল লেগ স্টাম্পের বাইরে। এমন আউট নিয়ে ম্যাচের পর বিস্ময় প্রকাশ করেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও।
প্রথম সেঞ্চুরিতেও বাংলাদেশকে জেতাতে পারলেন না আকবর
১৪ মে ২৫
রাতেই অবশ্য এক বিবৃতিতে বিসিবি জানায় টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, বলের যেকোনো হালকা অংশও পিচিং জোনে থাকলে তা পিচড ইন লাইন হিসেবে গণ্য করা হবে। সেই নিয়ম মেনেই জাকেরের আউট বহাল রেখেছিলেন থার্ড আম্পায়ার। অথচ বিসিবির এমন উদ্ভট নিয়ম কোচ বা ক্রিকেটার কেউই জানতেন না।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে সিলেট স্ট্রাইকার্সের উইকেটরক্ষক ব্যাটার আকবর আলীও বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'দেখুন আমরা তো জানি আইসিসির রুলস অনুযায়ী খেলা চলছে। এখন এর বাইরে, ক্যাপ্টেন্স মিটিংয়ে এটা নিয়ে কোনো কথা হচ্ছে কি না, এগুলো আসলে আমাদের জানার কথাও না। তো আমরা জানতাম যে বিপিএলে আন্তর্জাতিক নিয়মে খেলা হচ্ছে। আমাকে প্রশ্ন করলে মনে হয় না আমি উত্তর দিতে পারব।'
আইসিসির নিয়ম অনুযায়ী এই আউটের কোনো ভিত্তি নেই। ৫০ শতাংশের বেশি লেগ স্টাম্পের বাইরে পিচড করলে তা পিচড আউটসাইড লেগ হিসেবে গণ্য হয়। যেখানে জাকেরকে এলবিডব্লিউ দেয়া বলটি স্পষ্টতই ৯৯ শতাংশ ছিল লেগ স্টাম্পের বাইরে। ফলে জাকেরকে আউট দেয়া কোনো ভিত্তিই নেই।