প্রশ্নবিদ্ধ সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিল বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশকে হারানোর পরিকল্পনায় পাকিস্তানের ভরসা বিপিএল খেলা ক্রিকেটাররা

১৯ জুলাই ২৫
বিপিএলের সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন শাহীন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত শনিবার (১৪ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলী অনিক। এই আউটের পর হতাশা প্রকাশ করেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রল হয় অনেক। অবস্থা বেগতিক দেখে রাত ১১ টার কিছুক্ষণ পর সেই আউট নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাকেরের সেই আউট বিপিএলের নিয়ম অনুযায়ী হয়েছে বলেই নিশ্চিত করে তারা।


আগে ব্যাটিং করে অধিনায়ক সাকিব আল হাসানের ৪৫ বলে অপরাজিত ৮১ রানে ভর করে ৬ উইকেটে ১৭৭ রান তোলে বরিশাল। এই লক্ষ্য তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ মুহূর্তে জাকের আলী অনিকের উইকেট হারায় কুমিল্লা।


promotional_ad

১৪তম ওভারে ইফতিখার আহমেদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন জাকের। শুন্য রানে আউট হওয়া জাকের অবশ্য রিভিউ নেন। কিন্তু এডিআরএসে দেখা যায় বল পিচ হয়েছে লেগ স্টাম্পেরও বাইরে।


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ১ মিনিট নিরবতা, সবার বাহুতে থাকবে কালো ব্যাজ

১১ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটা অবশ্যই আউট। কিন্তু থার্ড তৃতীয় আম্পায়ার বহাল রাখেন অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত! মাঠ ছাড়তে হয় জাকেরকে। পরে রাত ১১টা ২০ মিনিটে মেইলযোগে বিসিবি জানায়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল।


এই প্লেয়িং কন্ডিশনে দেখা যায়, পরিশিষ্ট ডি১-এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ‘ইন লাইন’ বলে ধরে নেওয়া হবে। প্লেয়িং কন্ডিশনের কোনো অনুলিপি সংবাদমাধ্যমকে দেয়া হয়নি এবার। খোঁজ নিয়ে জানা যায় দলগুলোর কোচ বা টিম ম্যানেজমেন্টও পাননি এর কোনো অনুলিপি।


জাকেরের উইকেটের মাশুল ভালোভাবেই দিতে হয়েছে কুমিল্লাকে। সেই উইকেটের মধ্যে দিয়ে একশ রানের মধ্যে ৫ উইকেট হারায় কুমিল্লা। অথচ এরপরই খুশদিল শাহ ও মোসাদ্দেক হোসেন মিলে ৫৪ রানের জুটি গড়েন। মোসাদ্দেক করেন ১৯ বলে ২৭। খুশদিল অপরাজিত থাকেন ২৭ বলে ৪৩ রান করে।


শেষ পর্যন্ত লড়াই করেও ১২ রানে হারে কুমিল্লা। আসরে এদের টানা তৃতীয় হার। এই আসরে এখনও জয়ের মুখ না দেখা কুমিল্লা বিপিএল পয়েন্ট তালিকার একবারেই তলানিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball