মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিশাদ খরুচে বোলিং না করলে আরো আগেই ম্যাচ শেষ করা যেত: পাইলট
১ ঘন্টা আগে
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ। বিরাট কোহলি-রোহিত শর্মাদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই ব্যাটে-বলে পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের পর এই সিরিজটা নিশ্চয়ই তার ক্যারিয়ারের অন্যতম সেরা।
তবে আরও একটা কারণে এই সিরিজটা তার জন্য বিশেষ। ওয়ানডেতে মিরাজের এমন পারফরম্যান্সের কারণেই বিরাট কোহলি নিজের একটা জার্সি উপহার দিয়েছেন এই অলরাউন্ডারকে। এটা মিরাজের জন্য নিশ্চয়ই বড় পাওয়া।

ওয়ানডে সিরিজের সময় কোহলির কাছে তার একটি জার্সি চেয়েছিলেন মিরাজ। টেস্ট সিরিজ শেষে সেই কাঙ্ক্ষিত উপহার পেয়ে গেলেন তিনি। ভারতের ওয়ানডে জার্সির পেছনের অংশে নিজের অটোগ্রাফ দিয়ে কোহলি লিখেছেন, ‘To Mehidy, Best wishes.’
কোহলির থেকে জার্সি উপহার পাওয়ার মিরাজ বলেন, 'আমিই তার কাছে চেয়েছিলাম একটি জার্সি। তার মতো গ্রেট ব্যাটসম্যানের একটি জার্সি নিজের সংগ্রহে রাখতে পারা বড় ব্যাপার। আজকে তিনি ডেকে নিয়ে জার্সি দিলেন।'
'বেশ মজাও করলেন তিনি, ‘মেহেদী, আমাকে আউট করে আমার কাছ থেকে জার্সি নিয়ে যাচ্ছিস…!’ খুব ভালো লেগেছে যে এত বড় একজন ক্রিকেটার আমার কথাটি মনে রেখে উপহার দিয়েছেন।'-তিনি আরও যোগ করেন।
কোহলির থেকে পাওয়া এই উপহারের আনন্দ সামাজিক মাধ্যমে পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন মিরাজ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, 'সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।'