সব দলের বিপক্ষে আমাদের একই প্রস্তুতি থাকবে: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তাসকিনকে নিয়ে গুরুতর অভিযোগ, তদন্ত চালাচ্ছে বিসিবি

১ ঘন্টা আগে
তাসকিন আহমেদ, ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ তে তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। গ্রুপের বাকি দলগুলোর বিপক্ষে একই প্রস্তুতি ও জয়ের মানসিকতা নিয়ে নামছে সাকিব আল হাসানের দল।


২৪ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা করছে বাংলাদেশ। এই গ্রুপে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষও আছে। সবার বিপক্ষে একইরকম মানসিকতা নিয়ে নামার কথা বলেছেন সাকিব।


promotional_ad

কয়েকদিন আগে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম জানিয়েছিলেন, বিশ্বকাপে অন্তত তিনটি ম্যাচ জিততে চান তারা। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে সাকিব জানালেন, সবগুলো ম্যাচেই জয়ে চোখ থাকবে তাদের।


আরো পড়ুন

ইমরুলদের এমকেএসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সাকিব

৬ মিনিট আগে
ইমরুল কায়েস ও সাকিব আল হাসান

সাকিব বলেন, 'বিশ্বকাপে আমাদের যেই পাঁচটা ম্যাচ আছে, তার প্রস্তুতি আমরা নিয়েই এসেছি। এখানে আমরা যার সাথেই খেলি, আমাদের প্রস্তুতি একই থাকবে এবং সেটাই থাকা উচিত। নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের, ভারত, পাকিস্তান সবগুলো দলের বিপক্ষেই আমাদের প্রস্তুতি একই থাকবে। এতে কোনো পরিবর্তন আসবে না, আমাদের চিন্তাধারাতেও পরিবর্তন আসবে না।'


এদিকে নেদারল্যান্ডসকে 'সহজ প্রতিপক্ষ' হিসেবে ভেবে না দেখার আহ্বানও করেছেন সাকিব। বিশ্বকাপের প্রথম পর্বে দারুণ লড়াই করেই মূলপর্বের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস, আর তাই তাদের সমীহ করছেন বাংলাদেশের অধিনায়ক।


সাকিব আরও বলেন, 'নেদারল্যান্ডস কিন্তু কোয়ালিফাই করে ডিজার্ভিং টিম হিসেবেই এখানে এসেছে। এই ব্যাপার হয়তো আপনারাই সৃষ্টি করেছেন যে নেদারল্যান্ডস সহজ প্রতিপক্ষ। কিন্তু, আমরা কখনোই এটা ভেবে প্রস্তুতি নেই না যে কোন দল আসলে ভালো, কোন দল আসলে খারাপ। পৃথিবীর কোনো দলই সেটা করে না, সবসময়ই চেষ্টা করে দলকে জেতাতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball